অভিযোগ, আলিপুর থানা এলাকার এক আনাজ ব্যবসায়ী সকাল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে আসছিলেন চেতলা হাট রোডে দোকান খোলার জন্য। সে সময় ব্যাবসায়ী গোপাল সাউয়ের কাছে প্রায় ত্রিশ হাজার টাকা ছিল। আচমকা পিছন থেকে একটি বাইকে করে তিন দুষ্কৃতী আসে। নিমেষে মধ্যে বাইকের একেবারে পিছনে বসে থাকা দুষ্কৃতী হাতের ব্যাগ ছিনতাই করে নিয়ে চম্পট দেয়। তিনজনেরই গায়ে শাল চাপা ছিল বলে জানায় গোপাল সাউ। আলিপুর থানার অফিসার বাইকে করে ব্যবসায়ীকে নিয়ে ঘটনাস্থলে যান চেতলা হাট রোডে। ঘটনাস্থল ও অন্যান্য জায়গায় ঘুরে দেখা হয়৷
advertisement
আরও পড়ুন: 'ভোটের পর উধাও' বিধায়ক গ্রামে গেলেন 'দিদির দূত' হয়ে, ঢুকতেই বাঁধল গোল! চরম কাণ্ড
আরও পড়ুন: মিড ডে মিলের টাকায় 'দুয়ারে সরকার' ক্যাম্প! ফের বড় দুর্নীতির 'হদিশ' শুভেন্দু অধিকারীর
স্থানীয় বেশ কয়েকজন জানান তিনজন একটি বাইক নিয়ে দ্রুতগতিতে যাচ্ছিল। সেই রাস্তা ধরেই পুলিশ এগোয়। সিসি ক্যামেরা ফুটেজ ও আশপাশের প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করা হচ্ছে। গত বছরও গোপালের দোকান থেকে প্রায় দেড় লক্ষ টাকা চুরি হয়েছিল বলে অভিযোগ। ঘটনার পরে নিরাপত্তা নিয়েও উঠছে প্রশ্ন। কোনও ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে খতিয়ে দেখছে আলিপুর থানা।