শীতলকুচির ঘটনায় এর আগে গত ১৮ জুন তলব করা হয়েছিল কোচ বিহারের প্রাক্তন পুলিশ সুপার দেবাশীষ ধরকে। দ্বিতীয় বার তলব করা হয় তাঁকে ২২ জুন। এই ঘটনায় ১২৬ নম্বর বুথের গুলিকাণ্ডে সিআইডি সিট্ গঠনের পর গত ১৭ মে সিটের আধিকারিকরা শীতলকুচি ঘটনাস্থলে পরিদর্শন করে । সিআইডি তদন্তে উঠে আসে, গুলি বুথের বাইরে চলেছে এমন না, গুলি বুথের দিকে তাক করেও চলে । তা নিশ্চিত করতেই গত ৭ জুন ফরেনসিক ব্যালেস্টিক টিম যায় ঘটনাস্থলে । সেখানে তাঁরা সিআইডিকে জানান প্রাথমিক ভাবে, বুথের দরজা ভেদ করে গুলি লেগেছিলো ব্ল্যাকবোর্ডে । সেটি রাইফেলের গুলি । এর আগে এই ঘটনায় সিআইডি প্রত্যক্ষদর্শীদের বয়ানও রেকর্ড করেছিল। ভবানী ভবনে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল মাথাভাঙ্গার আইসি, আইও , এসডিপিও , এসআই, সেক্টর অফিসার , কিউআরটি অফিসার, রিটার্নিং অফিসার ,অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। এদের বয়ানের সঙ্গে কোচ বিহারের প্রাক্তন এসপি বয়ান মিলিয়ে বহু জায়গাতে অসঙ্গতি পাওয়া গিয়েছে । সেকারণে মাথাভাঙ্গা আইসি সঙ্গে প্রাক্তন কোচ বিহারের এসপির মুখোমুখি জিজ্ঞাসাবাদের সম্ভবনা রয়েছে বলে সিআইডি সুত্রে খবর।
advertisement
ARPITA HAZRA