বেথুন কলেজের ভর্তির ফর্মের এবার থেকে ‘ধর্ম’ বিভাগে ‘হিন্দু’, ‘মুসলিম’-এর সঙ্গে জ্বলজ্বল করছে আরও একটা বিভাগ ৷ ‘হিউম্যানিটি’ অর্থাৎ ‘মনুষ্যত্ব’ ৷ জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে একদল নতুন প্রাণ, সতেজ মন ৷ তাঁদের সেই অকলুষিত মন যাতে প্রকৃত মানবতার শিক্ষায় দীক্ষিত হতে পারে সেই পাঠই দিল এই কলেজ ৷
advertisement
উল্লেখ্য, রাজ্য সরকারের নিয়মে এবার সমস্ত ইউনিভার্সিটিই তাদের আবেদনের বিষয়টি অনলাইনে করে দিয়েছেন। ফর্ম ফিলাপ করতে কোন শিক্ষার্থীকেই আর ক্যাম্পাসে আসতে হবে না। দিতে হবে না ঘণ্টার পর ঘণ্টা লাইন। ভর্তি প্রক্রিয়া নিয়ে ওঠা বিভিন্ন অস্বচ্ছতার অভিযোগ রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
তবে শহরবাসী সকলেই একবাক্যে মানছেন, বেথুন কলেজের এই সিদ্ধান্ত একেবারে অভিনব ৷ অন্যদিকে কলেজের কর্তৃপক্ষ জানাচ্ছেন, এমন অনেকেই আছেন যাঁরা এসে বলছেন, তাঁরা কোনও ধর্মেই বিশ্বাস করেন না ৷ মানব ধর্মই তাঁদের কাছে একমাত্র শ্রেষ্ঠ ৷
তাই সবদিক থেকে ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷