TRENDING:

West Bengal Police: জেলায় জেলায় মহিলা পুলিশের ব্যাটেলিয়ন, বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Last Updated:

West Bengal Police: যাঁরা ক্যারাটে-সহ অন্য কোনও শারীরিক কসরতে পারদর্শী, তাঁদেরকে এই কাজের জন্য অগ্রাধিকার দেওয়া যায় কি না, তা নিয়েও মুখ্যসচিবকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জেলায় জেলায় মহিলা পুলিশের নতুন ব্যাটেলিয়ন তৈরির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যসচিবকে তিনি এই নির্দেশ দিয়েছেন বলে খবর। মঙ্গলবার এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশে বলা হয়েছে, মহিলাদের নিয়ে এই ব্যাটেলিয়ান তৈরি হবে। যাঁরা ক্যারাটে-সহ অন্য কোনও শারীরিক কসরতে পারদর্শী, তাঁদেরকে এই কাজের জন্য অগ্রাধিকার দেওয়া যায় কি না, তা নিয়েও মুখ্যসচিবকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চলাকালীন মুখ্যমন্ত্রী এই নির্দেশ দেন মুখ্যসচিবকে. নবান্ন সূত্রে খবর এমনই।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

এর আগে কলকাতায় নারী সুরক্ষা বৃদ্ধির জন্য এর আগে কলকাতা পুলিশের নারী বাহিনী ইউনার্সকে দেখেছে রাজ্য। এই বাহিনী কার্যত কলকাতার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। বিশেষত মাঝরাতে মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে এই বাহিনী তৈরি করে রাজ্য সরকার।

আরও পড়ুন - IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবন

advertisement

নতুন নারী ব্যাটেলিয়ান সেই ধাঁচেই কাজ করবে, নাকি অন্য কোনও বিশেষ কাজে একে ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এমনিতে অন্য রাজ্যের তুলনায় নারী সুরক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে রয়েছে। নতুন করে বাহিনী তৈরির করার মাধ্যমে পুলিশে আরও বেশি করে মহিলাদের উপস্থিতি ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণ নতুন এক দিগন্ত তৈরি করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কাঁথা-কম্বলের দিন শেষ! শীতের বাজার কাঁপাচ্ছে রকমারি ব্ল্যাঙ্কেট
আরও দেখুন

Somraj Banerjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Police: জেলায় জেলায় মহিলা পুলিশের ব্যাটেলিয়ন, বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল