এর আগে কলকাতায় নারী সুরক্ষা বৃদ্ধির জন্য এর আগে কলকাতা পুলিশের নারী বাহিনী ইউনার্সকে দেখেছে রাজ্য। এই বাহিনী কার্যত কলকাতার বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। বিশেষত মাঝরাতে মহিলাদের নিরাপত্তার দিকে নজর রাখতে এই বাহিনী তৈরি করে রাজ্য সরকার।
আরও পড়ুন - IPL 2022: মশার কামড়ে ঘুমনো যেত না, এখন রাত কাটে পাঁচ তারায়, বদলে গেল মাঠের কর্মচারীদের জীবন
advertisement
নতুন নারী ব্যাটেলিয়ান সেই ধাঁচেই কাজ করবে, নাকি অন্য কোনও বিশেষ কাজে একে ব্যবহার করা হবে, তা এখনও স্পষ্ট নয়। এমনিতে অন্য রাজ্যের তুলনায় নারী সুরক্ষার দিক থেকে পশ্চিমবঙ্গ অনেকটাই এগিয়ে রয়েছে। নতুন করে বাহিনী তৈরির করার মাধ্যমে পুলিশে আরও বেশি করে মহিলাদের উপস্থিতি ও দেশের আইন-শৃঙ্খলা রক্ষার কাজে আরও বেশি করে মহিলাদের অংশগ্রহণ নতুন এক দিগন্ত তৈরি করতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
Somraj Banerjee
