TRENDING:

পূর্ব মেদিনীপুর থেকেই পঞ্চায়েত যুদ্ধের শুরু! শুভেন্দুর গড় কাঁথিতে ডিসেম্বরে সভা অভিষেকের

Last Updated:

তৃণমূলের লক্ষ্য এখন নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে কোনঠাসা করা৷ সেই লক্ষ্যেই এ বার দলীয় নেতা কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মঙ্গলবারই পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব পেয়েছেন কুণাল ঘোষ৷ আর সেদিনই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার কথা ঘোষিত হল৷ তৃণমূল সূত্রে খবর পাওয়া গিয়েছে, ডিসেম্বরেই শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করবেন অভিষেক৷ এর আগে হলদিয়ায় সভা করেছেন অভিষেক৷ ভোটের আগে কাঁথিতে সভা করেছিলেন৷ এ বার, পঞ্চায়েত নির্বাচনের তার বেঁধে দিতে সভা করতে চলেছেন অভিষেক৷ কাঁথি শুভেন্দুর নিজের এলাকা, একে অধিকারী গড়ও বলা হয়৷ যদিও ‘অধিকারী গড়’ শব্দবন্ধ মানতে চায় না তৃণমূল৷
advertisement

তৃণমূলের লক্ষ্য এখন নিজের গড়েই শুভেন্দু অধিকারীকে কোনঠাসা করা৷ সেই লক্ষ্যেই এ বার দলীয় নেতা কুণাল ঘোষকে বিশেষ দায়িত্ব দিয়েছে তৃণমূল৷ মঙ্গলবার ঘোষণা করা হয়েছে, পঞ্চায়েত ও হলদিয়া পুরসভার নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরের দুই সাংগঠনিক জেলায় দলের সাংগঠনিক দায়িত্ব সামলাবেন কুণাল ঘোষ৷ মঙ্গলবার থেকে তাঁকে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে৷

advertisement

আরও পড়ুন: ঘরের মহিলাদের প্রার্থী করার জন্য নেতাদের কাছে তদ্বির করছেন গৃহকর্তারাও, লক্ষ্য পঞ্চায়েত ভোট, আজ থেকেই মহিলা পঞ্চায়েতি সম্মেলন রাজ্যে

আরও পড়ুন: তিন দেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব, ভোটের আগেই গুজরাতে ঘুরপথে সিএএ চালু কেন্দ্রের

অর্থাৎ, দেখা যাচ্ছে, আক্রমণের ঝাঁজ বাড়াতে এ বার সবদিক থেকে পূর্ব মেদিনীপুরকে ঘিরে ধরতে চাইছে ঘাসফুল শিবির৷ এক দিকে সংগঠনে কুণালের মতো পোড় খাওয়া রাজনীতিক ও অন্য দিকে অভিষেকের সরাসরি চ্যালেঞ্জ৷ কাঁথির মতো এলাকায় অভিষেকের সভা তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ তবে এখনও বিস্তারিত ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি রয়েছে, তা স্পষ্ট নয়, তবে শোনা যাচ্ছে কাঁথিতে তিনি সভা করবেন৷

advertisement

সামনেই পঞ্চায়েত ভোট৷ বাংলার গ্রামের মানুষের কাছে দলের বার্তা পৌঁছে দিতে রাজ্যজুড়ে ‘চলো, গ্রামে যাই’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল৷ গোটা রাজ্যজুড়েই একাধিক কর্মসূচি রয়েছে৷ কিন্তু ভোটের প্রচারের শুরুটা পূর্ব মেদিনীপুরে করার মাধ্যমে একটা বার্তা দিতে চাইছে তৃণমূল৷ একেবারে শুভেন্দু অধিকারীর গড়েই অভিষেকের সভা আসলে সেই সমানে সমানে লড়াইয়েরই বার্তা৷

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Abir Ghosal

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পূর্ব মেদিনীপুর থেকেই পঞ্চায়েত যুদ্ধের শুরু! শুভেন্দুর গড় কাঁথিতে ডিসেম্বরে সভা অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল