রোগী নিয়ে হাসপাতালে যাতে ভোগান্তির সম্মুখীন না হতে হয় সেই কারণে এই ভাবনা। বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা চলছে। একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে কোন কোন সরকারি ও বেসরকারি হাসপাতালে কত বেড ফাঁকা রয়েছে সেই বিষয়ে রিয়েল টাইম ইনফরমেশন পাবে পুরসভা। সেই মতো হেল্পলাইনে ফোন করা নাগরিকদের সাহায্য করা হবে। স্বাস্থ্য দফতরের তরফে নোটিফিকেশন দেওয়া হলেই হেল্পলাইন নম্বর প্রকাশ করা হবে পুরসভার তরফে।
advertisement
এছাড়াও পুরসভার কড়া নির্দেশ,
যে যে বাড়ি ময়লা ফেলবে তাদের নোটিশ দেওয়া হবে।
নির্মীয়মান বাড়ি, যাদের বিরুদ্ধে এই নোটিশ দেওয়া হবে, তারা ৭ দিনের মধ্যে ব্যবস্থা না নিলে স্টপ ওয়ার্ক অর্ডার জারি করা হবে।
অতীন ঘোষ জানিয়েছেন, স্বাস্থ্য দফতরকে নোটিশ দিতে হবে। যাতে সরকারি হাসপাতালগুলিতে কত বেড খালি আছে, সেই তথ্য জানানো হয়। ইসলামিয়া হাসপতালে বেড রাখা হয়েছে। আরবান কমিউনিটি হেলথ সেন্টারে ৪০ থেকে ১০০টি বেড রাখা হচ্ছে। ১৭ তারিখ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী এই মুহূর্তে ৩৮৭০ জন আক্রান্তহয়েছেন। ফলে পরিস্থিতি যে ভয়ঙ্কর সে কথা বলাই বাহুল্য।