একসঙ্গে শহরের একাধিক নামী পুজোর প্রতিমা দেখার সুযোগ মিলবে এবারও ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাব অনুসারে এবারও রেড রোডে সাজানো হবে শহরের সেরা প্রতিমাগুলির প্রদর্শনী।
৩ অক্টোবর রেড রোডে হবে বিসর্জনের কার্নিভাল। ৬৬টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশগ্রহণ করবে। অংশ নেবে কলকাতা, হাওড়া ও উত্তর চব্বিশ পরগনার পুজো কমিটিগুলি। জানা গিয়েছে, প্রতিটি পুজো কমিটি চারটি করে গাড়ি আনতে পারবে। গতবারের মতো এবারও বিসর্জনের কার্নিভাল দেখতে উপস্থিত থাকবেন বিদেশি পর্যটকরা। থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্নিভাল উপলক্ষে রেড রোডে কড়া নিরাপত্তার ব্যবস্থা থাকছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 01, 2017 12:08 PM IST