বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকায় আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। বৃষ্টি না হলেই অস্বস্তি বজায় থাকবে।
অন্যদিকে, সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি বাড়বে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।
advertisement
মঙ্গলবার এবং বুধবার সব জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস থাকবে। আংশিক মেঘলা আকাশ এবং অস্বস্তি থাকবে। কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। সমস্ত জেলার কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ আবার কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ক্রমশ বৃষ্টির সম্ভাবনা কমবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
উত্তরবঙ্গ
আজ রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের চার জেলায়। বাকি চার জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বাতাস। জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে।
সোমবার বৃষ্টি কিছুটা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে।
বুধবারে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। বৃষ্টি কিছুটা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতে। হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও।
বৃহস্পতিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি। শুক্রবারেও ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে।