বৈঠকে আরও জোর দিয়ে বলা হয় যে, জলা জমি বেআইনিভাবে ভরাট হওয়া রোধ করতে হবে। পরিবেশ সংরক্ষণ ও আইনি কাঠামোর মধ্যে থেকেই সমস্ত কাজ করার উপর জোর দিয়েছে নবান্ন। অন্যদিকে, গ্রীষ্মের দাবদাহে যাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পানীয় জলের কোনও রকম সমস্যা না হয়, সেদিকেও কড়া নজর দিতে বলেছে রাজ্য সরকার। শনিবার রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেন, “অবৈধ বালি খাদান বন্ধ করতে হবে। পুরোপুরিভাবে বন্ধ করুন আপনারা।”
advertisement
জেলাশাসক-সহ রাজ্যের ১২ দফতরের সচিবদের বৈঠকে এমনই কড়া নির্দেশ দেন মুখ্য সচিব। জলা জমি ভরাট নিয়েও কড়া নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের পক্ষ থেকে। বেআইনিভাবে যে জলা জমিগুলি ভরাট হয়ে যাচ্ছে তা আটকাতে হবে। কড়া পদক্ষেপ করতে হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 9:08 PM IST