আরও পড়়ুন, রাজ্যে আপাতত বন্ধ রেজিস্ট্রি বিয়ে, নতুন আবেদনও করা যাবে না! কতদিন বন্ধ পরিষেবা?
আরও পড়ুন,বছরের প্রথম দিনই ফের রক্তাক্ত মণিপুর, নির্বিচারে গুলিতে হত ৪! ফের কারফিউ জারি
তিনি আরও বলেন, “উত্তরপ্রদেশ নারী ও ধর্ষণ সংক্রান্ত অপরাধের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ উঠলে তারা সম্পূর্ণরূপে নীরব থাকে এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। এই বিষয়ে কী বলবেন অমিত মালব্য? অভিযুক্তদের বিরুদ্ধে তারা কী ব্যবস্থা নিয়েছে? তারা কি ধর্ষকদেরও গোপনে সরিয়ে দিয়েছে? এই ঘটনাটি ঘটেছে বিএইচইউতে, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী এলাকা। তারা কেন এ বিষয়ে কথা বলবে না?”
advertisement
তাঁর কটাক্ষ, “এই বিষয়ে উত্তরপ্রদেশ সরকার এবং বিজেপির কী বলার আছে? বিজেপির আইটি সেলের জাতীয় ইনচার্জ অমিত মালব্য এখনও কেন নীরব? যারা বিজেপির বিরোধিতা করে তাদের বিরুদ্ধে তিনি দ্রুত টুইট করেন। কিন্তু এ বিষয়ে তিনি কেন নীরব? কেন তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করছেন না? তারা সবাই এখন নীরব? বহুল আলোচিত ডবল ইঞ্জিন সরকারের হল কী?”