সূত্রের খবর, তরুণীকে বয়েজ হোস্টেলে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। তরুণী অভিযোগ করেছেন বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়ার সময় কোনও ভিজিটর রেজিস্টরেও তাকে সাইন করানো হয়নি। হোস্টেলে নিয়ে যাওয়ার পর তাকে ঠান্ডা পানীয় খাওয়ায় অভিযুক্ত। সেই পানীয় খাওয়ার পর আচ্ছন্ন হয়ে পরে তরুণী।
advertisement
আরও পড়ুন: প্রস্রাবে কি তৈরি হচ্ছে ফেনা? খুব সাবধান, কী দশা হয়েছে কিডনির? শরীরে দানা বেঁধেছে কোন মারাত্মক রোগ
তারপর তার উপর যৌন নির্যাতন করা হয় বলে অভিযোগ। নির্যাতিতা সজ্ঞানে আসার পর প্রথমে ঠাকুরপুকুর থানায় যায় বলে খবর। কারণ এটিই ছিল ক্যাম্পাসের কাছে। পরে সেখান থেকে তাকে হরিদেবপুর থানায় পাঠানো হয়। মূল অভিযুক্তকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্ত ছাত্র বেঙ্গালুরুর বাসিন্দা। ২০২৪ সালের জুন মাসে আইআইএম ক্যালকাটাযৃ (IIM Calcutta) ভর্তি হয়। ২০২৬ সালে এমবিএ কমপ্লিট হওয়ার কথা ছিল তার। অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্র কলেজে মেধাবী ছাত্র হিসেবেই পরিচিত ছিল। উচ্চ মাধ্যমিকে ৯১%-এরও বেশি মার্কস পায়।