TRENDING:

হয় গ্রেফতার, না হলে বন্ধ পুলিশ-চিকিত্‍‌সা! ডাক্তারকে চড়ে ক্ষুব্ধ শান্তনুর হুঁশিয়ারি

Last Updated:

অভিযোগ, কথা বলতে বলতেই বাঁ হাত দিয়ে ডাক্তারকে সপাটে চড় কষিয়ে দেন ওসি৷ ক্ষুব্ধ ও অপমানিত হয়ে ওই ডাক্তার আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনার পরই আইএমএ-এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে ওই পুলিশকর্মীকে গ্রেফতার না-করলে কর্মবিরতি শুরু করবেন ডাক্তাররা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শহরের একটি বেসরকারি হাসপাতালে কর্তব্যরত এক ডাক্তারকে চড় মারার ঘটনায় যাদবপুর থানার ওসি-কে অবিলম্বে গ্রেফতারের দাবি করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ তথা ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক শান্তনু সেন৷ সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি দিলেন তৃণমূলের এই রাজ্যসভার সাংসদ৷ তাঁর হুঁশিয়ারি, অভিযুক্ত ওসি-কে গ্রেফতার না-করলে কোনো পুলিশকর্মীর চিকিত্‍‌সা করবেন না এ রাজ্যের ডাক্তাররা৷
advertisement

সরকারি ও বেসরকারি হাসপাতালে রোগীর আত্মীয় পরিজনদের দ্বারা ডাক্তারদের নিগ্রহের একাধিক ঘটনা ঘটেছে৷ ক্ষুব্ধ ডাক্তার মহল এ বিষয়ে মুখ্যমন্ত্রীরও দ্বারস্থ হয়েছে৷ এ বার ডাক্তার নিগ্রহের ঘটনায় অভিযুক্ত খোদ পুলিশকর্মীই৷ সম্প্রতি একবালপুরে একটি নামী বেসরকারি হাসপাতালে এক কর্তব্যরত ডাক্তারকে চড় মারেন যাদবপুর থানার ওসি পুলককুমার দত্ত৷ মঙ্গলবার রাতে ওই বেসরকারি হাসপাতালে ভরতি হন পুলককুমার দত্ত৷ হাতে অস্ত্রোপচার করা হয় তাঁর৷ পরের দিন সকালে কর্তব্যরত ডাক্তার ওসি-র শারীরিক অবস্থা দেখতে গেলে, কিছু কথায় হঠাত্‍‌‍ উত্তেজিত হয়ে পড়েন ওসি৷

advertisement

আরও পড়ুন: NRS-এ রোগীর মৃত্যুতে প্রহৃত মহিলা ডাক্তার, চিকিৎসকদের সুরক্ষায় এবার নয়া ব্যবস্থা

অভিযোগ, কথা বলতে বলতেই বাঁ হাত দিয়ে ডাক্তারকে সপাটে চড় কষিয়ে দেন ওসি৷ ক্ষুব্ধ ও অপমানিত হয়ে ওই ডাক্তার আলিপুর থানায় অভিযোগ দায়ের করেন৷ ঘটনার পরই আইএমএ-এর তরফে হুঁশিয়ারি দেওয়া হয়, অবিলম্বে ওই পুলিশকর্মীকে গ্রেফতার না-করলে কর্মবিরতি শুরু করবেন ডাক্তাররা৷ এরই মাঝে তৃণমূল সাংসদ শান্তনু সেন সোশাল মিডিয়ায় এই পোস্টটি করেন। তিনি লেখেন, 'CMRI হাসপাতালে চিকিৎসক নিগ্রহের ঘটনায় যাদবপুর থানার ওসি-কে ২৪ ঘণ্টার মধ্যে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তার করতে হবে। না-হলে কোনও চিকিৎসক আর পুলিশের চিকিৎসা করবে না।'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

চিকিৎসক নেতার এমন পোস্টের পর তৃণমূলের অন্দরমহলে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে খবর।

বাংলা খবর/ খবর/কলকাতা/
হয় গ্রেফতার, না হলে বন্ধ পুলিশ-চিকিত্‍‌সা! ডাক্তারকে চড়ে ক্ষুব্ধ শান্তনুর হুঁশিয়ারি