বিধায়কের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ক্যানসারে ভুগছিলেন ইদ্রিশ আলি। আরও বেশ কিছু রোগ তাঁর শরীরে বাসা বেঁধেছিল। অনেকদিন ধরেই তাই অসুস্থতায় ভুগছিলেন বিধায়ক। সম্প্রতি অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। শুক্রবার রাত আড়াইটে নাগাদ তাঁর মৃত্যু হয়। এদিনই পার্ক স্ট্রিটে শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিধায়কের।
advertisement
আরও পড়ুন: সুকান্তর অভিযোগ, মুখ্যসচিব ও রাজীব কুমারকে তলব সংসদীয় কমিটির!
তৃণমূলের একনিষ্ঠ সদস্য ছিলেন ইদ্রিশ আলি। নানা সময়ে বিতর্কিত নানা মন্তব্য করে শিরোনামে এসেছিলেন তিনি। তিনি ছিলেন পেশায় আইনজীবী। সুরেন্দ্রনাথ কলেজে আইন নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি। পরে রাজনীতিতে পা দেন।
আরও পড়ুন: এবার মহুয়াকে তলব ইডি-র, দুই এজেন্সির সাঁড়াশি চাপে বহিষ্কৃত সাংসদ
২০১৪ সালে বসিরহাট থেকে তৃণমূলের হয়ে লোকসভা ভোটে জিতে সাংসদ হন। সেসময় নানা বেলাগাম মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে ডেকে সতর্ক করেন। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তিনি ভগবানগোলা থেকে প্রার্থী হন ঘাসফুল প্রতীকে। জয়ী হন। মাঝে মাঝে ভগবানগোলায় থাকতেন। যদিও বেশ কিছু দিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। ইদ্রিশ আলির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে।