TRENDING:

আগামী এক বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে রাজ্যে, ঘোষণা মমতার

Last Updated:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেওয়া হবে৷ অর্থাত্‍ আরও একবছর রাজ্যে ফ্রি-তে রেশন পশ্চিমবঙ্গে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, নভেম্বর পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ২০২১ সালের জুন পর্যন্ত রাজ্যবাসীকে ফ্রি-তে রেশন দেওয়া হবে৷ অর্থাত্‍ আরও একবছর রাজ্যে ফ্রি-তে রেশন পশ্চিমবঙ্গে৷
advertisement

মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে মমতা বলেন, 'কেন্দ্র নভেম্বর পর্যন্ত ফ্রি রেশন দিচ্ছে৷ আমি আগামী বছর জুন পর্যন্ত বাড়িয়ে দিলাম ফ্রি রেশন ব্যবস্থা৷ আমরা ১০ কোটি মানুষকে ফ্রি রেশন দিচ্ছি৷ ওরা অর্ধেককে রেশন দেয়, অর্ধেককে দেয় না৷ আমি চাই দেশের সবাইকে ফ্রি রেশন দিক কেন্দ্র৷'

advertisement

করোনা ভাইরাস সংক্রমণ রুখতে লকডাউন মেনে চলার বিষয়েও এ দিন রাজ্যবাসীকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, 'লকডাউন মানা হচ্ছে কি না দেখতে হবে৷ পুলিশকে নজরদারি বাড়াতে হবে৷ সামাজিক দূরত্ব মেনে প্রাতঃভ্রমণ করা যাবে সকাল সাড়ে ৫টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত৷ বিয়ে বাড়ি, শ্রাদ্ধানুষ্ঠানে ৫০ জন পর্যন্ত জমায়েত হতে পারে৷ সবাইকে মাস্ক ও গ্লভস পরতে হবে৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

আমফান বিধ্বস্ত সুন্দরবন নিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুন্দরবন নিয়ে মাস্টারপ্ল্যান তৈরি করা হচ্ছে৷ সুন্দরবন নিয়ে নীতি আয়োগে চিঠি দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী এক বছর বিনামূল্যে রেশন দেওয়া হবে রাজ্যে, ঘোষণা মমতার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল