নর্থ ইস্ট ইউনাইটেড: ১ ( নিকোলাস ভেলেজ-৫')
#কলকাতা : আইএসএল থ্রি-র সেমিফাইনালে শেষপর্যন্ত কোন চারটে দল যাবে, সেটা কেউই এখনও জানে না ৷ প্রতিদিনই লিগ টেবলে সাপ-সিঁড়ির খেলা চলছে ৷ অর্থাৎ নীচে থাকা দল উঠছে এবং উপরের দলগুলি নামছে ৷অ্যাটলেটিকো দি কলকাতা অবশ্য প্রথম চার দলের মধ্যে থাকার ধারাটা এখনও বজায় রেখেছে ৷ আজ ঘরের মাঠে জিতে দুই বা তিনে ওঠার একটা সুযোগ থাকলেও শুরুতেই গোল খেয়ে সেই সুযোগ নষ্ট করল মলিনা ব্রিগেড ৷
advertisement
চলতি আইএসএলে জন আব্রাহামের নর্থ-ইস্ট শুরুটা ঝড়ের বেগেই করেছিল ৷ কিন্তু যত সময় গিয়েছে ছন্দ হারিয়েছে এই দলটি ৷ গুয়াহাটিতে অ্যাওয়ে ম্যাচে অবশ্য শেষ হাসি হেসেছিল অ্যাটলেটিকোই ৷ এদিন তাই ঘরের মাঠে ফেভারিট হিসেবে শুরু করেছিলেন হিউমরাই ৷ কিন্তু ম্যাচ শুরুর ৫ মিনিটের মধ্যেই গোল খেয়ে সব যেন গণ্ডগোল হয়ে গেল ৷ গোটা ম্যাচেই রবীন্দ্র সরোবর জুড়ে দাপিয়ে বেড়ালেন কালো জার্সিরা ৷ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই কলকাতার ঘরের মাঠে নর্থ-ইস্টকে এগিয়ে দিয়েছিলেন ভেলেজ। আর সেই গোল শোধ করতে কলকাতার লেগে গেল ৯০ মিনিট। তাও শেষ পর্যন্ত এক পয়েন্ট নিয়ে ঘরের মাঠে মুখ রক্ষা হল মলিনার। পুরো ম্যাচেই গ্যালারিতে বসে হতাশায় মাথা নাড়তে দেখা যাচ্ছিল অ্যাটলেটিকো কলকাতার অন্যতম মালিক সৌরভ গঙ্গোপাধ্যায় ও সঞ্জীব গোয়েঙ্কাকে। শেষ বেলায় হাসি ফুটল দু’জনের মুখেই।
শুরুতে সামান্য একটা প্রতি আক্রমণ থেকে গোল খেয়ে যাওয়াটা স্বভাবতই চিন্তায় রাখছে অ্যাটলেটিকো কোচকে ৷এদিনের গোটা ম্যাচেই দুর্দান্ত গোলকিপিং করেছেন দেবজিৎ ৷ বেশ কয়েকটি নিশ্চিত গোলও বাঁচিয়েছেন তিনি ৷ কিন্তু প্রথমে গোলটি খেয়ে যাওয়ার পিছনে তাঁর কোনও দোষ ছিল না ৷ডিফেন্ডারের ভুলেই প্রায় ফাঁকা গোলে বল পেয়ে যান নিকোলাস ভেলেজ ৷ সেখান থেকে জালে বল ঢোকাতে ভুল করেননি তিনি ৷ দ্বিতীয়ার্ধের শুরুতেই লালরিনডিকাকে তুলে অবিনাশ রুইদাসকে নিয়ে আসেন মলিনা। যদিও তাতে মাঝ মাঠ থেকে বল সাপ্লাইয়ে বিশেষ কিছু উন্নতি হয়নি। গোটা ম্যাচেই খুব খারাপ খেলল এটিকে-র রক্ষণ ৷ দ্যুতির অনুপস্থিতিও এদিন ভালমতোই টের পেয়েছেন মলিনা ৷ যদিও দলে হিউমের মতো একটা গোলমেশিন থাকলে কোচের অনেক চিন্তাই দূর হয়ে যায় ৷ এদিনও মোক্ষম সময় গোল করে কলকাতাকে লজ্জার হাত থেকে বাঁচালেন তিনিই ৷