TRENDING:

খালপাড় থেকে উদ্ধার শিশুর খুলি-হাড়গোড়! এলাকায় তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Last Updated:

খালের পাড় থেকে উদ্ধার হল বস্তাবন্দি নরকঙ্কাল । আর তাতেই চাঞ্চল্য ছড়াল হাওড়ার পাঁচলায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: খালের পাড় থেকে উদ্ধার হল বস্তাবন্দি নরকঙ্কাল । আর তাতেই চাঞ্চল্য ছড়াল  হাওড়ার পাঁচলায় । ১০০ দিনের প্রকল্পে নিযুক্ত শ্রমিকরা প্রথমে বস্তাটিকে সাধারণ নোংরার বস্তা ভেবে সরিয়ে দিলেও , পরে সন্দেহ হওয়ায় খুলে দেখেন । আর তাতেই চোখ কপালে ওঠে । বস্তা খুলে উদ্ধার হয় মানুষের হাড় , খুলি । অনুমান উদ্ধার হওয়া কঙ্কাল কোনও শিশুর ।
advertisement

আমফম ও করোনায় ক্ষতিগ্রস্থদের একশো দিনের কাজের প্রকল্পে নিযুক্ত করে শুরু হয়েছিল পুকুর সংস্কারের কাজ । সোমবার সকাল থেকে হাওড়ার পাঁচলার গোন্ডলপাড়ার রাস্তা ধরে মজে যাওয়া খালের মাটি কাটতে শুরু করেন এলাকার বাসিন্দারা । সেই সময় খালের ধারের একটি পরিত্যক্ত জায়গায় একটি মুখ বন্ধ বস্তা দেখতে পান  শ্রমিকরা । প্রথমে সাধারণ নোংরার বস্তা ভেবে সরিয়ে দেন একজন । পরে আরও এক শ্রমিক এসে বস্তাটিকে ছুড়ে ফেলতেই শক্ত কিছুর শব্দ আসে । কৌতূহলবসত উৎসাহী শ্রমিকরা বস্তার মুখ খোলার সিদ্ধান্ত নেন । বস্তা খুলতেই স্তম্বিত হয়ে যান । বস্তার মধ্যে উদ্ধার হয় নরকঙ্কাল ।

advertisement

নিমেষে ছড়িয়ে পড়ে কঙ্কাল উদ্ধারের খবর । স্থানীয়দের দাবি , খাল সংস্কার চলছে গত তিনদিন ধরে ।  গ্রামের ৫৩জন বাসিন্দা পঞ্চায়েতের অধীনে খাল সংস্কারের কাজ করছেন । এ দিন সকালে কাজের সময় খাল ধার থেকে থেকে মুখ বন্ধ বস্তা দেখতে পায় রাজু বাঁক ও সঞ্জু বাঁক নামে কর্মরত দুই যুবক । বস্তার মুখ খুলতেই চক্ষু চড়কগাছ । বেরিয়ে পড়ে মানুষের মাথার খুলি সঙ্গে শরীরের বিভিন্ন হাড়গোড় ।  খবর দেওয়া হয় পাঁচলা থানার পুলিশকে । ঘটনাস্থলে পুলিশ এসে বস্তা-সহ কঙ্কাল উদ্ধার করে নিয়ে যায় ।

advertisement

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান , উদ্ধার হওয়া খুলি ও হাড়গোড়ের কোনও শিশুর । গ্রামবাসীদের দাবি , অন্য কোথাও থেকে কেউ বস্তা ফেলে দিয়ে গিয়েছে এলাকায় । সাম্প্রতিক কালে এলাকার কোনও শিশু নিখোঁজের ঘটনা ঘটেনি । হাওড়া জেলা পুলিশের এক আধিকারিক জানান , "আমার কঙ্কালগুলি উদ্ধার করেছি, সেগুলি পরীক্ষা করার জন্য পাঠানো হবে । খতিয়ে দেখা হবে হাওড়ার বিভিন্ন থানায় কোনও শিশু নিখোঁজের ঘটনা ঘটেছে কিনা , যাকে এখনও উদ্ধার করা যায়নি । সেরকম কোনও ঘটনা থাকলে অভিযোগকারীর সাথে উদ্ধার হওয়া কঙ্কালের ডিএনএ পরীক্ষা করে দেখা হবে ।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

Debasish Chakraborty

বাংলা খবর/ খবর/কলকাতা/
খালপাড় থেকে উদ্ধার শিশুর খুলি-হাড়গোড়! এলাকায় তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল