জানা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভিতরে ঢুকেছিলেন এক ছাত্রী। ধরা পড়ার পরেই কলকাতার স্কুলের এক ছাত্রীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
পরীক্ষা চলার সময়ে নজরদারি করার জন্য দায়িত্বরত শিক্ষক-শিক্ষিকাদের নজরে আসে জুতোয় মোবাইল রাখার বিষয়টি। তারপরেই তাকে হাতেনাতে ধরা হয়। ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের পরে জানা গিয়েছে জুতোর মধ্যে মোবাইল ফোন রাখার কথা। গোটা বিষয়টি জানানো হয় সংসদকে। ওই ছাত্রী মঙ্গলবার কেমিস্ট্রি বিষয়ের পরীক্ষা দিচ্ছিলেন।
advertisement
মেটাল ডিটেক্টর থাকা সত্ত্বেও কী ভাবে মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রের ভেতরে ঢুকে পড়লেন পরীক্ষার্থী, সেই নিয়ে উঠছে প্রশ্ন। “আমরা তো আর বডি সার্চ করতে পারিনা। মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্যান তো হয়েছে। ওর বক্তব্য ও জুতোর মধ্যে ফোন রেখেছিল”, দাবি স্কুলের প্রধান শিক্ষিকার। এখনও পর্যন্ত মোট ছজন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।