TRENDING:

হাওড়া স্টেশনে শৌচালয়ে লাখ লাখ টাকা তোলাবাজি! বড় পদক্ষেপ রেলের

Last Updated:

Howrah Station Toilet Scam: দিনে-দুপুরে ডাকাতি! হাওড়া স্টেশনের শৌচালয়ে তোলাবাজি!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: হাওড়া স্টেশন সুলভ শৌচালয়ে বেআইনি ভাবে টাকা নেওয়ার অভিযোগ। | হাওড়া স্টেশনের ১ নম্বর ও ১২ নম্বর প্লেটফর্মে থাকা সুলভ শৌচালয়ে ইউরেনাল-এর জন্য নিঃশুল্ক পরিষেবা থাকলেও যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে টাকা!
advertisement

এই শৌচালয় গুলি দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে। সেই সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, প্রতিদিন ১৫- ২০ হাজার মানুষ শৌচালয় ব্যবহার করেন। রেল যাত্রীদের থেকে জোর করেই ৩-৫ টাকা আদায় করা হয়। দিনে কম করে ৬০-৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ।

সাধারণ যাত্রীদের অভিযোগ, প্রতিদিন তাঁদের থেকে টাকা নেওয়া হচ্ছে। কিন্তু কোনও স্লিপ দেওয়া হচ্ছে না। এমনকী টাকা না দিলে শৌচালয় ব্যবহার করতেও দিচ্ছে না। শৌচালয়ের দায়িত্বে থাকা ঠিকা কর্মীদের দাবি, তাঁরা কোনও টাকা নিচ্ছেন না। কেউ কেউ নিজে থেকে শৌচালয় পরিষ্কার রাখার জন্যই টাকা দিচ্ছেন।

advertisement

আরও পড়ুন- জাতীয় শিক্ষানীতিকে প্রাধান্য দিয়েই রাজ্যের 'শিক্ষানীতি'? খসড়া রিপোর্ট জমা পড়ল মুখ্য সচিবের কাছে

যাত্রীদের যে অভিযোগ তার সঙ্গে ঠিকা কর্মীদের বক্তব্যের কোনও মিল নেই।  সাধারণ মানুষের দাবি, প্রতিদিন ৬০-৭০ হাজার মানে সাত দিনে কত? আর মাসে ? এই লক্ষ লক্ষ টাকা যাচ্ছে কোথায় ! যাত্রীদের দাবি, বড়সড় দুর্নীতি হচ্ছে স্টেশনে। গোটা ঘটনার অভিযোগ পেয়ে হাওড়া ডিভিশনাল ম্যানেজার ( DRM) জানান, নিউস ১৮ বাংলার খবর কানে এল। খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসল রেল। সরানো হল দুই ঠিকাদারি সংস্থাকে। ৫ বছরের যে চুক্তি ছিল তা বাতিল করা হবে। ঘটনার তদন্ত করবে পূর্ব রেলের কমারশিয়াল ম্যানেজার।

advertisement

আরও পড়ুন- প্রতিবেশীদের মধ্যে বিবাদ, রক্তারক্তি কাণ্ড বেহালার সরশুনায়

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

একটি সংস্থার বিরুদ্ধে অভিযোগ আগেই এসেছিল। অপর সংস্থার বিরুদ্ধে আজকে অভিযোগ জানা যায়। দুটি ক্ষেত্রেই দেখা যায়। অভিযোগ সত্য। তার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল। আপাতত দুই সংস্থা কোনও প্রকার অর্থ নিয়ে এই শৌচালয় চালাতে পারবে না। ঘটনার তদন্ত করবে পূর্ব রেলের কমারশিয়াল বিভাগ৷ এই টাকা কেন নেওয়া হল? কোথায় গেল সেই টাকা? এর যাবতীয় তদন্ত হবে। রেল কর্মীদের ভূমিকাও উল্লেখ করা হবে

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
হাওড়া স্টেশনে শৌচালয়ে লাখ লাখ টাকা তোলাবাজি! বড় পদক্ষেপ রেলের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল