জাতীয় শিক্ষানীতিকে প্রাধান্য দিয়েই রাজ্যের 'শিক্ষানীতি'? খসড়া রিপোর্ট জমা পড়ল মুখ্য সচিবের কাছে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
রাজ্যের শিক্ষানীতিতে প্রাধান্য পাচ্ছে জাতীয় শিক্ষানীতির একাধিক অংশ। অন্তত তেমনটাই নবান্ন সূত্রে খবর
#কলকাতা: রাজ্যের শিক্ষানীতিতে প্রাধান্য পাচ্ছে জাতীয় শিক্ষানীতির একাধিক অংশ। অন্তত তেমনটাই নবান্ন সূত্রে খবর। শুক্রবার মুখ্য সচিব রাজ্যের শিক্ষানীতি বিষয়ক কমিটির সঙ্গে প্রায় ২ ঘণ্টা পর্যালোচনামূলক বৈঠক করেন। সেই বৈঠকে রাজ্যের শিক্ষানীতি নিয়ে কী ভাবা হচ্ছে, তা নিয়ে বিস্তারিত প্রেজেন্টেশন দেওয়া হয় কমিটির সদস্যদের তরফে। প্রেজেন্টেশনে দেওয়া বিভিন্ন মতামত গ্রহণ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। মুখ্য সচিবের কাছে শিক্ষানীতি বিষয়ক কমিটি খসড়া রিপোর্ট-ও জমা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। সেই রিপোর্টকে গ্রহনও করা হয়েছে। তার সঙ্গে শুরু হয়েছে জল্পনা, তাহলে কি আগামী শিক্ষাবর্ষ থেকেই নয়া শিক্ষা নীতি কার্যকর হতে চলেছে রাজ্যে?
নবান্ন সূত্রে খবর 'জাতীয় শিক্ষানীতি ২০২০'-র একাধিক অংশকে রাজ্যের শিক্ষানীতি তৈরির ক্ষেত্রে মান্যতা দেওয়া হয়েছে। যদিও সে ক্ষেত্রে ভাবা হয়েছে, রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা। তবে জাতীয় শিক্ষানীতির কয়েকটি অংশ রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য সুবিধাজনক নয় বলে সেই অংশগুলিকে বাদও দেওয়া হয়েছে রাজ্য শিক্ষানীতি থেকে বলেই সূত্রের খবর। স্কুল শিক্ষায় জাতীয় শিক্ষানীতির অংশকে গুরুত্ব না দিয়ে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক দুটি স্তর রাখার পক্ষপাতী রাজ্য। তবে জাতীয় শিক্ষানীতি মেনে সেমিস্টার সিস্টেম নিয়ে আসা হচ্ছে স্কুল স্তরে। জাতীয় শিক্ষানীতির বাইরে গিয়ে রাজ্য নিয়ে আসছে 'স্পোর্টস পলিসি'।
advertisement
পাশাপাশি প্রতিদিন স্কুলে-স্কুলে হেলথ চেকআপ করা হবে, এই বিষয়টিও নিয়ে আসা হচ্ছে শিক্ষানীতিতে। তবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট সতর্ক রাজ্য। জাতীয় শিক্ষানীতির পরামর্শ না মানলে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক অনুদান পেতে সমস্যা হতে পারে, আর তা আশঙ্কা করে বিশ্ববিদ্যালয়গুলির হাতেই পঠন-পাঠন-সহ বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে তারা জাতীয় শিক্ষানীতি মেনেই চার বছরের স্নাতক স্তর কার্যকর করবে? জানা গিয়েছে, এই সিদ্ধান্তটি বিশ্ববিদ্যালয়গুলির উপরই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে । পাশাপাশি উচ্চশিক্ষার বেশিরভাগ ক্ষেত্রেই জাতীয় শিক্ষানীতির মতামত গুলিকেই বিশেষভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে রাজ্য শিক্ষা নীতিতে বলেই জানা গিয়েছে।
advertisement
advertisement
এমফিল তুলে দেওয়ার ব্যাপারে জাতীয় শিক্ষানীতির সঙ্গে একমত রাজ্যের খসড়া শিক্ষানীতিতে উল্লেখ করা হয়েছে বলেও সূত্রের খবর। পিএইচডি-সহ উচ্চ শিক্ষাক্ষেত্রে জাতীয় শিক্ষানীতির বেশিরভাগ অংশকেই প্রাধান্য দেওয়া হয়েছে খসড়া রিপোর্টে। নবান্ন সূত্রে খবর খসড়া রিপোর্ট জমা পড়লেও চূড়ান্ত রিপোর্ট হাতে পেলেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক করে তা অনুমোদন করানো হবে। সেক্ষেত্রে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের শিক্ষানীতি কার্যকর করা হতে পারে বলে জল্পনা।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 05, 2022 3:25 PM IST