শুক্রবার গভীর রাতের এই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। বেঙ্গালুরু হাওড়া প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিনে উঠে পরে ঝাড়খণ্ডের বাসিন্দা এই মানসিক ভরসাম্যহীন যুবক। কিছুক্ষণের মধ্যেই ঘটে যায় ওই ভয়ঙ্কর ঘটনা।
আরও পড়ুন: বাংলাদেশে তলে-তলে চলছে গভীর ষড়যন্ত্র! বিএনপি নেতার বাড়ি থেকে যা মিলল, ইউনূসের ঘুম উড়ে গেল
মাসকয়েক আগে ট্রেনের ইঞ্জিনের মাথায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন যুবক। প্ল্যাটফর্মের উপরে থাকা টিনের ছাউনির উপর দাঁড়িয়ে ছিলেন তিনি। ট্রেনের জন্যই অপেক্ষা করছিলেন। ইঞ্জিনের উপরে থাকা বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসে কয়েক সেকেন্ডে ঝলসে মৃত্যু হয় তাঁর।
advertisement
সেই ঘটনাটি অবশ্য ঘটেছিল ঝাঁসি স্টেশনে। আচমকা প্ল্যাটফর্মের ছাউনি থেকে ট্রেনটির ইঞ্জিনের উপরে ঝাঁপ দেন যুবক। সঙ্গে সঙ্গে ঝলসে যায় তাঁর দেহ। স্টেশন জুড়ে হুড়োহুড়ি পড়ে যায়। বেশ কিছু ক্ষণ ধরে ইঞ্জিনের মাথায় যুবকের দেহটি জ্বলন্ত অবস্থায় ছিল। রেলপুলিশ ঘটনাস্থলে পৌঁছে ইঞ্জিনটিকে আগে বিদ্যুৎহীন করে। তার পর যুবকের ঝলসানো দেহ উদ্ধার করা হয় ইঞ্জিনের ছাদ থেকে। এবার সেই রকমই ঘটনা ঘটল হাওড়া স্টেশনে। স্বাভাবিক কারণেই হাওড়া স্টেশনে নজরদারি নিয়ে ফের প্রশ্ন উঠে গেল।