মালদহের ইংলিশবাজারের লক্ষ্মীঘাট এলাকার বাসিন্দা ওই ফলবিক্রেতারা। তিনজনেই মুম্বইয়ের ফুটপাতে ফল বিক্রি করে সংসার চালান। পরিবারের কাছে এই খবর পৌঁছতেই উদ্বিগ্ন পরিজনেরা। রেল দুর্ঘটনায় ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের মধ্যে রয়েছেন ওই ফলবিক্রেতারা। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন।
আরও পড়ুন: এক মাস টানা ভাত না খেলে শরীরে কী হয়? ক্ষতি হয় না কি লাভ? জানুন বিশেষজ্ঞের মত
advertisement
এক ফলবিক্রেতার পরিজনের দাবি, ‘রাত দশটা নাগাদ ফোনে শেষ কথা হয়েছিল। পরে শুনি ট্রেন দুর্ঘটনা হয়েছে। ওকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে একবার ফোনে কথা বলেছি।’ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হাওড়া স্টেশন-সহ একাধিক জায়গায় খোলা হয়েছে হেল্প ডেস্ক।
আরও পড়ুন: অলকা ৩৫ বছর স্বামীর থেকে আলাদা, কখনও শানু-কখনও উদিত! গায়িকার প্রেমজীবন চরম গোপনে রাখা
এ দিকে, ঘনঘন রেল দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে আবার কেন্দ্রের সরকারের দিকে আক্রমণ শানিয়েছে বিরোধীরা। বাংলার মুখ্যমন্ত্রী তথা দেশের প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদি সরকারের কাছে প্রশ্ন রেখেছেন, ‘আর কত দিন আমাদের এ সব সহ্য করতে হবে? কেন্দ্রীয় সরকারের এই অকর্মণ্যতার কি কোনও শেষ নেই?’