TRENDING:

Suvendu Adhikari | Bjp Bengal: BJP-র অন্দরে বিড়ম্বনা বাড়ল শুভেন্দু অধিকারীর, এবার পদত্যাগ হাওড়া জেলা সম্পাদকের!

Last Updated:

Suvendu Adhikari | Bjp Bengal: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়ানো সুরজিৎ সাহার বহিষ্কারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এবার পদত্যাগ করলেন হাওড়া জেলা সদরের বিজেপি সম্পাদক বিমল প্রসাদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নারদা-কাণ্ড নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরণ ঘটিয়ে বহিষ্কৃত হয়েছেন হাওড়া সদরের BJP সভাপতি সুরজিৎ সাহা। বিজেপি সূত্রে খবর, পুরসভা নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি হাওড়ায় একটি কমিটি গড়া হয়েছিল। তা নিয়েই ক্ষুব্ধ ওই বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। এর কিছু ক্ষণের মধ্যেই অবশ্য সুরজিৎকে দল থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তাতেও দলের অন্দরের ক্ষোভ চাপা পড়ে থাকছে না। সুরজিৎ সাহার বহিষ্কারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে এবার পদত্যাগ করলেন হাওড়া জেলা সদরের বিজেপি সম্পাদক বিমল প্রসাদ। জেলা রাজনীতিতে বিজেপির হাওড়া জেলা সদরের প্রাক্তন সভাপতি বহিষ্কৃত সুরজিৎ সাহার ঘনিষ্ঠ বলেই পরিচিত বিমল প্রসাদ। তিনি বলেন, ''আমাদের জেলা সভাপতিকে যেভাবে দোষারোপ করা হয়েছে, মেনে নিতে পারছি না। আমার জেলা সভাপতির প্রতিবাদে আমার সমর্থন রয়েছে।''
শুভেন্দুর বিড়ম্বনা বাড়ল?
শুভেন্দুর বিড়ম্বনা বাড়ল?
advertisement

রাজ্যের বিরোধী দলনেতা সুরজিত সাহাকেই সমর্থন করে পদত্যাগ করলেন বলে জানিয়েছেন হাওড়া জেলা সদরের পদত্যাগী সম্পাদক। অবশ্য পদত্যাগী নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপির নতুন আহ্বায়ক মণিমোহন ভট্টাচার্য। নারদা কেলেঙ্কারির প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপির হাওড়া সদর জেলা সংগঠনের সভাপতি সুরজিৎ সাহা। বিস্ফোরক মন্তব্যের মাধ্যমেই সামনে চলে আসে বিজেপিতে আদি-নব্যের লড়াই। বিজেপি শীর্ষ নেতৃত্ব অবশ্য অপেক্ষা করেননি। তড়িঘড়ি সুরজিৎকে বহিষ্কার করা হয়।

advertisement

সুরজিৎ অভিযোগ করেন, ''শুভেন্দু অধিকারী বলেছেন বিজেপি হাওড়া সদরে কোনও সিট জিততে পারেনি। কারণ অরূপ রায়ের সঙ্গে হাওড়া বিজেপির জেলা কমিটির যোগাযোগ ছিল। আমরা বলতে চাই উনি মাত্র ৬ মাস আগে বিজেপিতে এসেছেন। ওঁর কাছে আমরা যারা বছরের পর বছর ধরে বিজেপি করছি, তাদের সার্টিফিকেট নেব না!''

আরও পড়ুন: ত্রিপুরায় কাদের পাঠিয়েছে তৃণমূল? দিলীপ ঘোষের দাবিতে বিতর্ক

advertisement

আরও পড়ুন: পুরভোটে পয়সা নিয়ে প্রার্থী? শোরগোল ফেলা অডিও নিয়ে এবার দিলীপ ঘোষ বললেন...

শুভেন্দু অধিকারী প্রসঙ্গে হাওড়া বিজেপির শীর্ষ নেতার এই বিস্ফোরক মন্তব্য সামনে আসতেই চরম অস্বস্তিতে পড়ে বিজেপি। আর সেই অস্বস্তি ঢাকতেই সুরজিৎকেই বহিষ্কার করা হয়। হাওড়ায় বিজেপি-তে বিতর্কের আবহেই উত্তর ২৪ পরগনার দেগঙ্গাতেও ভাঙন ধরেছে পদ্মশিবিরে। দেগঙ্গা এক নম্বর অঞ্চল থেকে বিজেপি-র ব্লক স্তরের সম্পাদক এবং বুথ সভাপতি-সহ প্রায় ২০০ কর্মী তৃণমূলে যোগ দিয়েছেন। এরই মধ্যে ফের উসকে উঠল বিজেপির অন্দরের বিতর্ক, সৌজন্যে বিমল প্রসাদের পদত্যাগ।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari | Bjp Bengal: BJP-র অন্দরে বিড়ম্বনা বাড়ল শুভেন্দু অধিকারীর, এবার পদত্যাগ হাওড়া জেলা সম্পাদকের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল