আরও পড়ুন: সাধারণ মানুষের আশাভঙ্গ করেছেন মোদি, ২০১৯ এ কংগ্রেসের উপর বিশ্বাস রাখার আর্জি রাহুলের
নাগেরবাজারের কাজিপাড়ায় আইইডি বিস্ফোরণে যে সকেটটি ব্যবহার করা হয়, তার কিছু অংশ উদ্ধার করেছে সিআইডির বম্ব ডিসপোজাল স্কোয়াড।
সকেটটির ব্যস আট ইঞ্চি
প্রায় এক ফুট লম্বা
মাথায় ছিল ধাতব পাত।
আর সকেটের মধ্যে বিস্ফোরক হিসেবে রাখা ছিল অ্যামোনিয়াম নাইট্রেট এবং সপ্লিন্টার।
advertisement
আরও পড়ুন: ভাড়াটের 'পরকীয়া'তে বাধা দিয়ে খুন বাড়ির মালিক
মঙ্গলবার সকাল নটা নাগাদ বিস্ফোরণটি হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা।
এই বিস্ফোরণে স্প্লিন্টার ছিল কম। বেশি ব্যবহার করা হয় অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক।যার জেরে বিস্ফোরণের অভিঘাত ছিল তীব্র।
এরকম প্রযুক্তি ব্যবহার করে বিস্ফোরণ ঘটাতে দেখা গিয়েছে বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবিকে।
আরও পড়ুন: পোস্টে অফিসের এই স্কিম শুরু করুন মাত্র ১০০ টাকায়, মিলবে বিপুল লাভ
সম্প্রতি, রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে বাসন্তী ও আমডাঙা। সেখানেও এ ধরনের সকেট বোমা ব্যবহার করা হয়।