শিক্ষা দফতরের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে। দরকার পড়লে হোস্টেল খুলতে হবে। বিভিন্ন জেলায় নোডাল অফিসার করার জন্য এডিএম-শিক্ষা পদে কাউকে মনোনয়ন করার জন্য জেলা শাসকদের নির্দেশ রাজ্য সরকারের।
রাজ্য সরকার জানাচ্ছে, কী ভাবে স্কুল কলেজচলবে, কবে পরীক্ষা হবে সেই অ্যাকাডেমিক গাইডলাইন দেবে সংশ্লিষ্ট বোর্ডগুলি ও বিশ্ববিদ্যালয়গুলি। রাজ্য স্কুল খুলতে চলেছে ১৬ নভেম্বর থেকে তা জানানো হলো সিবিএসই, আইসিএসসি বোর্ডকে।
advertisement
আরও পড়ুন-গোয়ার পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়! সফরের শুরুতেই যা ঘটল, ফুঁসে উঠছে তৃণমূল
আর সে কারণেই বলা হচ্ছে, ৩১ অক্টোবরের মধ্যেই স্কুল পরিষ্কার থেকে শুরু করে যাবতীয় বিষয়ে করে ফেলতে হবে। ১ নভেম্বর থেকে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষিকারা আসতে পারবেন।
এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় কী ভাবে খুলবে তা নিয়েও গাইডলাইন দিয়ে দিয়েছে রাজ্য সরকার। সরকারি বার্তা অনুযায়ী, হোস্টেল খুললেও সব ছাত্র ছাত্রীদের একসাথে হোস্টেলে রাখা যাবে না। হোস্টেলে একসঙ্গে একাধিক ছাত্রছাত্রীর জামায়াত হতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয়কে পলিসি তৈরি করতে হবে যাতে এই সময় কোন বহিরাগত আউটসাইডার এবং কোন ফিল্ড ওয়ার্ক না হয়। বিশ্ববিদ্যালয়ে কার কী দায়িত্ব থাকবে তা নিয়েও গাইডলাইনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে। সব মিলে ১৫ পাতার গাইডলাইন দেওয়া হয়েছে স্কুল-বিশ্ববিদ্যালয়ে।