TRENDING:

TMC: জনভিত্তি কতটা? পারফরম্যান্স দেখে নিতে চাইছে দল 

Last Updated:

Bengal News: বুথ স্তর ঢেলে সাজাতে তৃণমূলের নজর প্রতিটি ক্ষেত্রেই 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জনভিত্তি কতটা? নিক্তিতে তা মেপে নিতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর সেই রিপোর্ট কার্ডের ওপরে ভিত্তি করেই মিলবে সাংগঠনিক দায়িত্ব। আগামী বছর রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। তার আগে ব্লক স্তরকেই ঢেলে সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। আর সেখানেই জনপ্রতিনিধিদের থেকে পাওয়া রিপোর্ট এর পাশাপাশি ওই ব্লকের নেতার প্রকৃত জনভিত্তি কতটা, মানুষের সাথে মেশার ক্ষমতা কেমন, তা দেখে নেওয়া হচ্ছে। আসলে মানুষের সেই নেতা সম্পর্কে কতটা আস্থা রয়েছে, কতটা সেই নেতা কাজ করতে পারেন, মানুষের প্রতি সেই নেতার ব্যবহার কেমন, তার সবটাই গুরুত্ব সহকারে দেখে নিতে চায় শাসক দল। তাই ব্লক স্তরে নতুন কমিটি গড়ে তোলার আগে চলছে একাধিক বার ঝাড়াই-বাছাই।
advertisement

আরও পড়ুন Firhad Hakim: রাজ্যে বিনিয়োগের জোয়ার আসছে, জানালেন ফিরহাদ হাকিম

তৃণমূল কংগ্রেস আগেই জানিয়েছিল ২০'মে পর থেকে ধাপে ধাপে ঘোষণা করে দেওয়া হবে ব্লক স্তরের কমিটি৷ পঞ্চায়েত নির্বাচনের আগে সেই কমিটি যাতে এখন থেকেই জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ শুরু করে দিতে পারে, সেদিকে সজাগ দৃষ্টি আছে দলের। এরই পরিপ্রেক্ষিতে রাজ্যের বিভিন্ন বিধানসভা এলাকা থেকে রিপোর্ট জমা পড়ছে শাসক দলের অন্দরে। সেই রিপোর্ট দেখে, বাস্তবিক অবস্থা সম্পর্কে সেই নেতা সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করে তবেই দায়িত্ব দেবে শাসক দল। গোটা বিষয়টি অত্যন্ত স্বচ্ছতার সাথে সেরে ফেলতে চাইছে তৃণমূল কংগ্রেস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

এর আগে একাধিক সময় বিধায়কের সাথে ব্লক সভাপতির গন্ডগোলে বিড়ম্বনা বেড়েছে শাসক দলের অন্দরে। একাধিক বার একাধিক শীর্ষ নেতাকে বসিয়ে সেই গন্ডগোল থামাতে হয়েছে৷ তাই সাবধানী দল। যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না হয়। এর পাশাপাশি গুরুত্ব দেওয়া হচ্ছে যাতে কোনও ধরণের দূর্নীতি যুক্ত না থাকে। তাই কারও বিরুদ্ধে কোনও দূর্নীতির অভিযোগ থাকলে তাদের দায়িত্ব দেবে না দল। প্রসঙ্গত, এর আগে বর্ধমান, নদিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, কোচবিহার, জলপাইগুড়ি, হুগলির একাধিক জায়গা থেকে নানা অভিযোগ এসেছিল। ব্লক স্তরে কোনও অশান্তি যে দল বরদাস্ত করবে না তা ইতিমধ্যেই বুঝিয়ে দেওয়া হয়েছে। মানুষের সাথে জনসংযোগ করাই যে আসল লক্ষ্য তৃণমূলের তা এই কমিটির মাধ্যমে বুঝিয়ে দিতে চলেছে তৃণমূল।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
TMC: জনভিত্তি কতটা? পারফরম্যান্স দেখে নিতে চাইছে দল 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল