TRENDING:

‘রাজ্যে ডিভোর্সি মহিলার সংখ্যা কত?’ প্রশ্ন করে বিধানসভায় হাসির খোরাক কংগ্রেস বিধায়ক 

Last Updated:

হকচকিয়ে যাওয়া মন্ত্রীর পাশে দাঁড়াতে এগিয়ে আসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুচকি হেসে বিধায়ককে জিজ্ঞেস করেন, মাননীয় সদস্য কি বিবাহবিচ্ছিন্ন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 ARUP DUTTA
advertisement

#কলকাতা: ডিভোর্সি মহিলার সংখ্যা জানতে চেয়ে বিধানসভায় হাসির খোরাক হল কংগ্রেস। প্রশ্নশুনে হতচকিত মন্ত্রী শশী পাঁজা বললেন, ''এমন কোন তথ্য নেই তার দপ্তরে।" যদিও, প্রশ্নকর্তার দাবি, তার প্রশ্নের ইঙ্গিতটা ধরতেই পারলো না শাসকদল।

বাজেট অধিবেশনের শেষদিন। জেলার শাসক থেকে বিরোধীদলের বিধায়করা চাইছেন তাড়াতাড়ি অধিবেশন চুকিয়ে ট্রেন ধরতে। ফলে, আজ বিধানসভায় প্রশ্নোত্তরপর্বে অতিরিক্ত প্রশ্নে তেমন আগ্রহ নেই কারো। নির্ধারিত সূচি মেনে বিধানসভায় নারী ও শিশুকল্যাণ দপ্তরের ওপর সদস্যদের প্রশ্নের জবাবে নানা তথ্য দিচ্ছিলেন মন্ত্রী শশী। রাজ্যে বিধবা ভাতা, বার্ধক্যভাতা খাতে সরকারের খরচের খতিয়ান তুলে ধরে মন্ত্রী যখন সামাজিক প্রকল্পে সরকারের উৎকর্ষের প্রমান দিতে ব্যাস্ত, ঠিক তখনই বিরোধী কংগ্রেস বিধায়কের প্রশ্নে তাল কাটল শশীর। কংগ্রেসের ভরতপুরের বিধায়ক কমলেশ চট্টোপাধ্যায় মন্ত্রীর কাছে জানতে চান,  রাজ্যে ৬০ ঊর্ধ্ব বয়স্ক পুরুষ ও মহিলার সংখ্যা কত?  এ পর্যন্ত ঠিকঠাকই ছিল। কিন্তু, সেখানে না থেমে, রাজ্যে ৬০ ঊর্ধ্ব বিবাহ বিচ্ছিন্না মহিলার সংখ্যাও জানতে চান তিনি।

advertisement

কমলেশের শক্তিশেলে ততক্ষনে কুপোকাৎ মন্ত্রী রীতিমত আমতা আমতা করতে শুরু করেছেন। অপ্রস্তুত মন্ত্রী স্বীকার করে নেন, ''এমন কোনও তথ্য তাঁর দফতরের হাতে নেই।" হকচকিয়ে যাওয়া মন্ত্রীর পাশে দাঁড়াতে এগিয়ে আসেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মুচকি হেসে বিধায়ককে জিজ্ঞেস করেন, মাননীয় সদস্য কি বিবাহবিচ্ছিন্ন? শুনে হাসির রোল ওঠে বিধানসভায়। কিছুটা ইতস্তত করে  রণে ভঙ্গ দেন কমলেশও। প্রসঙ্গান্তরে চলে যান মন্ত্রীও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তবে, অধিবেশন শেষে শাসক দল ও স্পিকারের ভূমিকা নিয়ে সরব কমলেশ বলেন, ''আসলে আমার প্রশ্নের লক্ষ্যটাই ওঁরা ধরতে পারলো না। ৬০ এর ঊর্ধ্বে বয়স্ক, বয়স্কাদের জন্যই রয়ছে পেনশন, বার্ধ্যক্যভাতার মত সরকারি নানা প্রকল্প। কিন্তু, সমাজে  বিবাহবিচ্ছন্না বা ডিভোর্সিদের সামাজিক ও আর্থিক অবস্থা খুবই করুণ। কিন্তু, তাঁদের বিষয়ে সরকারের কাছে প্রকৃত তথ্য না থাকলে, দিশা দেখাবে কি করে সরকার? এটা না বুঝেই বিষয়টাকে হাসির খোরাক করল সরকার। "

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘রাজ্যে ডিভোর্সি মহিলার সংখ্যা কত?’ প্রশ্ন করে বিধানসভায় হাসির খোরাক কংগ্রেস বিধায়ক 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল