পরের গন্তব্য শতাব্দী প্রাচীন ভৈরব স্থান মন্দিরে। দুই মন্দিরে পুজো সেরে স্কুলডাঙার গির্জায় গিয়ে প্রার্থনা। সব শেষে যান মাচানতলার জামা মসজিদে। কর্মীদের সঙ্গে সেখানে প্রার্থনা করেন সুব্রত মুখোপাধ্যায়।
আরও পড়ুন নির্বাচন ঘোষণার পর এখনো পর্যন্ত রাজ্যে উদ্ধার কেজি কেজি বিস্ফোরক, জানিয়েছে কমিশন
সুব্রত মুখোপাধ্যায়ের মতই পুরোদস্তুর প্রচারে নেমে পড়েছেন উত্তর কলকাতার তৃণমূল প্রার্থীও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে দোলের উৎসব থেকে শুরু হল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ভোট ক্যাম্পেন। কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসের মধ্যেই রাজনৈতিক সমীকরণের কথাও মাথায় রেখেই এগোচ্ছেন বিগত লোকসভায় তৃণমূল কংগ্রেসের দলনেতা।
advertisement
আসানসোলে প্রচারে আবার অন্য চমক। তৃণমূল প্রার্থী অভিনেত্রী মুনমুন সেনকে ঘিরে উচ্ছ্বাস চোখে পড়ছে। গ্ল্যামারের ছটা আরও বাড়তে চলেছে বলেও ইঙ্গিত প্রার্থীর। ভোটারদের দরজায় দরজায় পৌঁছে যাওয়ার কাজ এই তো শুরু।