TRENDING:

Kaliaganj Tea Poisoning: চায়ে চুমুক দিয়েই অসুস্থ শাশুড়ি এবং তিন প্রতিবেশী! পুত্রবধূর কীর্তিতে থ কালিয়াগঞ্জ, গ্রেফতার দম্পতি

Last Updated:

এ দিন সকালে তিন জন প্রতিবেশী রিতাদেবীর বাড়িতে চা খাচ্ছিলেন৷ আচমকাই চা খাওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুক্তার সরকার, কালিয়াগঞ্জ:  শাশুড়ি সহ তিন প্রতিবেশীর চায়ে বিষ মিশিয়ে দিলেন পুত্রবধূ৷ বিষ মেশানো চা খেয়ে অসুস্থ হয়ে পড়লেন চারজন৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে৷
প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
advertisement

স্বাধীনতা দিবসের সকালে কালিয়াগঞ্জের মিলনপাড়ায় রিতা দাস নামে এক মহিলার বাড়িতে এই ঘটনা ঘটে৷ রিতাদেবীর ছেলে এবং পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ৷ জেরায় ধৃতরা স্বীকার করেছে, ওই দু জনই চায়ের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিলেন৷

স্থানীয় সূত্রে খবর, এ দিন সকালে তিন জন প্রতিবেশী রিতাদেবীর বাড়িতে চা খাচ্ছিলেন৷ আচমকাই চা খাওয়ার পরই অসুস্থ বোধ করতে থাকেন তাঁরা৷ শুরু হয় বমি সহ অন্যান্য সমস্যা শুরু হয়৷ দ্রুত তাঁদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসা চলছে চারজনের৷

advertisement

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়৷ ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াগঞ্জ থানার পুলিশ৷ চা থেকে বিষক্রিয়ার ফলেই চারজন অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ হয় পুলিশের৷

এর পরই রিতাদেবীর ছেলে এবং পুত্রবধূকে আটক করে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ৷ তাতেই ফাঁস হয় রহস্য৷ রিতাদেবীর পুত্রবধূ স্বীকার করে নেয়, চায়ের মধ্যে সে বিষ মিশিয়ে দিয়েছে সে৷ রিতাদেবীর ছেলেও গোটা ঘটনার কথা জানত৷ এর পরই দু জনকে গ্রেফতার করে পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নবাবের শহর থেকে রাজধানীর পথে মুর্শিদাবাদের রুদ্রাক্ষী, স্বপ্নকে আঁকড়ে ধরে জীবনযুদ্ধে জয়
আরও দেখুন

ধৃতদের বয়ান অনুযায়ী রিতাদেবীর বাড়ি থেকে চায়ে মেশানো বিষও উদ্ধার করেছে পুলিশ৷ স্থানীয়রা জানাচ্ছেন, মাঝেমধ্যেই এই প্রতিবেশীরা রিতাদেবীর বাড়িতে চা খেতে আসতেন৷ কেন রিতাদেবীর ছেলে এবং পুত্রবধূ চায়ে বিষ মেশালো, তা জানতে ধৃতদের জেরা করছে পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kaliaganj Tea Poisoning: চায়ে চুমুক দিয়েই অসুস্থ শাশুড়ি এবং তিন প্রতিবেশী! পুত্রবধূর কীর্তিতে থ কালিয়াগঞ্জ, গ্রেফতার দম্পতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল