আরও পড়ুন- রেকর্ড ব্যবধানে জয়ী বাবা! শত্রুঘ্ন সিনহাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী!
একটি ঘরের ভিতরে তিনজন থাকায় আগুন লাগার পর তাঁরা আর বেরিয়ে আসতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ। পুলিশ জানিয়েছে, ভাড়া বাড়িতে থাকতেন মৃতেরা। ওই বাড়িতে ভিতর থেকে তালা বন্ধ করা ছিল। পাঁচিল ভেঙে মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।
advertisement
আরও পড়ুন- নারকীয় হত্যা! ঝুলছে স্বামীর দেহ, বিছানায় গলার নলি কাটা অবস্থায় স্ত্রী ও তিন শিশু
মহেশতলা থানার পুলিশ জানিয়েছে, আগুন লাগার ঘটনায় স্বামীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কীভাবে এই আগুন লাগল, নাকি আগুন লাগানো হয়েছে তা তদন্ত করে দেখছে মহেশতলা থানার পুলিশ।
Samir Mondal