TRENDING:

নির্যাতন শুরু! ৩০ বছর পর গঙ্গায় ফিরে আসা ডলফিন ধরে নির্মম অত্যাচার করে মেরে ফেলল যুবক!

Last Updated:

এবার সেই বিরল শুশুককে নদী থেকে তুলে চলল অমানবিক অত্যাচার । ফের প্রকৃতির উপর আঘাত হানল বিশ্বের সর্বোৎকৃষ্ট জীব । ঘটনাটি ঘটেছে এই মহনগরীতেই ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: সবেই একটু একটু করে নিজের ডানা মেলতে শুরু করেছে প্রকৃতি । বহুদিন পর মানুষের অত্যাচার থেকে নিজেকে বাঁচিয়ে সযত্নে নিজের লালন করছিল সে । লকডাউনে শুদ্ধ হয়ে যাওয়া বাতাসে প্রাণ ভরে শ্বাস নিচ্ছিল । কখনও ডলফিন, কখনও কচ্ছপ, কখনও বিরল ঈগলদের ফিরিয়ে আনছিল ভালবেসে । বহু যুগ পর নিজের সন্তানদের উড়তে শেখাচ্ছিল প্রকৃতি মা ।
advertisement

কিন্তু ধ্বংসাত্মক মানুষের তা সইবে কেন? লকডাউনেও নিজের স্বরূপ নিয়ে ময়দানে হাজির হয়ে গেল প্রকৃতি ধ্বংসকারী মানুষের দল । এই লকডাউনের দীর্ঘ অবসরে ৩০ বছর পর গঙ্গার বুকে ফিরে এসেছিল ‘গ্যাঞ্জেটিক ডলফিন’ বা বাংলায় যাকে আমরা বলি শুশুক । কলকাতার বাবু ঘাটে গত মাসেই দেখা মিলেছিল তার । বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, কলকারখানা বন্ধ থাকায় তার দূষিত জল গঙ্গায় পড়ছে না । মানুষও ঘরবন্দি হওয়ায় গঙ্গাকে কলুষিত করতে পারছে না । ফলে দীর্ঘ ৩০ বছর পর ফের শুশুকরা মহানন্দে খেলে বেড়াচ্ছে গঙ্গার জলে ।

advertisement

কিন্তু এবার সেই বিরল শুশুককে নদী থেকে তুলে চলল অমানবিক অত্যাচার । ফের প্রকৃতির উপর আঘাত হানল বিশ্বের সর্বোৎকৃষ্ট জীব । ঘটনাটি ঘটেছে এই মহনগরীতেই । সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে । তাতে দেখা যাচ্ছে, কী ভাবে একটি শুশুকের মুখ হাঁ করিয়ে তার উপর অত্যাচার করছে একদল যুবক । জানা গিয়েছে, রফিকু শেখ নামের ওই যুবক শুশুকের ওই ছানাটিকে এমন নির্যাতন করে যে সেটি কিছুক্ষণের মধ্যেই মারা যায় । মর্মান্তিক এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হতেই ঘটনার বীভৎসতায় চমকে যান নেটিজেনরা । অবিলম্বে ওই যুবক ও তার সহকারীদের গ্রেফতারের দাবি ওঠে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/কলকাতা/
নির্যাতন শুরু! ৩০ বছর পর গঙ্গায় ফিরে আসা ডলফিন ধরে নির্মম অত্যাচার করে মেরে ফেলল যুবক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল