TRENDING:

Metro Dairy Case: ভোটের কাজে ব্যস্ত, ইডি দফতরে হাজিরা দিলেন না স্বরাষ্ট্র সচিব

Last Updated:

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক আইএএস অফিসারকে তলব করেছে ইডি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেট্রো ডেয়ারি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন না রাজ্যের স্বরাষ্ট্র সচিব এইচ কে দ্বিবেদী৷ ভোটের জন্য ব্যস্ত রয়েছেন, এই যুক্তি দেখিয়েই এ দিন ইডি দফতরে হাজিরা দেননি স্বরাষ্ট্র সচিব৷ ই মেল করে ইডি-কে এ কথা জানিয়ে হাজিরা দেওয়ার জন্য বাড়তি সময় চেয়েছেন এইচ কে দ্বিবেদী৷
advertisement

মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর মামলায় ইতিমধ্যেই রাজ্যের একাধিক আইএএস অফিসারকে তলব করেছে ইডি৷ তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম স্যান্যালও৷

২০১৭ সালে নিজেদের হাতে থাকা মেট্রো ডেয়ারির সমস্ত শেয়ার একটি বেসরকারি সংস্থাকে বিক্রি করে দিয়েছিল রাজ্য সরকার৷ সেই শেয়ার হস্তান্তরের প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল বলে অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার৷

ইডি সূত্রে জানা গিয়েছে, অতীতে প্রাণীসম্পদ বিকাশ দফতরে প্রধান সচিবের দায়িত্বে থাকাতেই রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব করা হয়েছে৷ রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে তলব করার পরেই তা নিয়ে প্রকাশ্যেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

এর পাশাপাশি আরও এক আইএএস অফিসার বি পি গোপালিকাকেও মেট্রো ডেয়ারি মামলাতেই আগামী ২৪ মার্চ সমন করেছে ইডি৷ যে সময় মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তর হয়েছিল, তখন তিনি পশুপালন দফতরের প্রধান সচিব ছিলেন৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Metro Dairy Case: ভোটের কাজে ব্যস্ত, ইডি দফতরে হাজিরা দিলেন না স্বরাষ্ট্র সচিব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল