মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, ‘‘প্রথম কাজ হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা, ইয়াস পরবর্তী অবস্থায় পুনর্বাসন যথাযথ দেওয়া, জনমুখী সব প্রকল্পকে কার্যকরী করা। তার মধ্যে উল্ল্যেখযোগ্য, লক্ষ্মী ভান্ডার প্রকল্প।’’
মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে সুদীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সোমবার যবনিকা পতন হয়েছে । মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । তিন বছরের জন্য তিনি এই পদে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যসচিবের দায়িত্বে এসেছেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর স্বরাষ্ট্রসচিবের জায়গায় এসেছেন বিপি গোপালিকা। তিনি কর্মিবর্গ দফতরের দায়িত্বে ছিলেন৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2021 11:10 PM IST