TRENDING:

নবান্নে ফিরল সেই যুগলবন্দী, ২১ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন দ্বিবেদী-গোপালিকা

Last Updated:

২১ বছর পর আবার সেই যুগলবন্দি এ বার কাজ করবেন নবান্নে। একজন মুখ্যসচিব, একজন স্বরাষ্ট্রসচিব হয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ১৯৯৯ সালের যুগলবন্দি আবার ফিরে এল নবান্নে। ১৯৯৮ থেকে ২০০০ পর্যন্ত মুর্শিদাবাদের জেলাশাসক (District Magistrate) ছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। আবার ১৯৯৯ সাল থেকে ২০০০ পর্যন্ত মুর্শিদাবাদ জেলার সহকারী জেলাশাসক (Assistant District Magistrate) ছিলেন বি পি গোপালিকা। ২১ বছর পর আবার সেই যুগলবন্দি এ বার কাজ করবেন নবান্নে। একজন মুখ্যসচিব, একজন স্বরাষ্ট্রসচিব হয়ে। এ দিন নবান্নে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবের পদে দায়িত্ব নেওয়ার পর পুরনো সেই স্মৃতি চারণাতে ফিরে গিয়েছিলেন অভিজ্ঞ দুই আমলা।
advertisement

মুখ্যসচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, ‘‘প্রথম কাজ হচ্ছে করোনার দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করা, ইয়াস পরবর্তী অবস্থায় পুনর্বাসন যথাযথ দেওয়া, জনমুখী সব প্রকল্পকে কার্যকরী করা। তার মধ্যে উল্ল্যেখযোগ্য, লক্ষ্মী ভান্ডার প্রকল্প।’’

সেরা ভিডিও

আরও দেখুন
হাতেকলমে 'অন্নদাতার' পাঠ, ভাতের থালার পেছনের ১২০ দিনের লড়াই দেখল পড়ুয়ারা
আরও দেখুন

মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্যের মধ্যে সুদীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে সোমবার যবনিকা পতন হয়েছে । মুখ্যসচিবের পদ থেকে অবসর নিয়ে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায় । তিন বছরের জন্য তিনি এই পদে থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যসচিবের দায়িত্বে এসেছেন প্রাক্তন স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। আর স্বরাষ্ট্রসচিবের জায়গায় এসেছেন বিপি গোপালিকা। তিনি কর্মিবর্গ দফতরের দায়িত্বে ছিলেন৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
নবান্নে ফিরল সেই যুগলবন্দী, ২১ বছর পর ফের একসঙ্গে কাজ করবেন দ্বিবেদী-গোপালিকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল