TRENDING:

জমি ফেরানোয় ইতিহাস সৃষ্টি করল সিঙ্গুর

Last Updated:

উল্টোপথে পথে হেঁটে, কৃষককে জমি ফিরিয়ে দিতে পেরে ইতিহাস তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল গোটা দেশও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: উল্টোপথে পথে হেঁটে, কৃষককে জমি ফিরিয়ে দিতে পেরে ইতিহাস তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল গোটা দেশও। জমি নিয়ে বহু আন্দোলন হলেও, এমন দৃশ্য আগে তৈরি হয়নি। টানা দশ বছর লড়াইয়ের ফল মিলল সিঙ্গুরে।
advertisement

কৃষিজমি বদলে যায় কারখানায়। বৃহস্পতিবারের সিঙ্গুর দেখল উল্টোছবি।

২০০৬-এ সিঙ্গুরে একলাখি গাড়ি প্রকল্পের ঘোষণা ৷ বাম সরকারের এই সিদ্ধান্তকে ঘিরেই উত্তপ্ত হয়ে ওঠে হুগলির শান্ত সিঙ্গুর। শুরু হয় আন্দোলন।

তারই মধ্যে ২০০৭-এ বছরের শুরুতেই প্রকল্প নির্মাণ শুরু করে টাটা ৷

সিঙ্গুরের মাঠে-ময়দানে রাজনীতির লড়াইয়ে ততদিনে দুর্বল হয়েছে বামেরা। জমি আন্দোলনের হাত ধরেই ধীরে ধীরে পায়ের তলার মাটি শক্ত করেছে তৃণমূল। ২০১১ সালে অবশেষে রাজ্যে রাজনৈতিক পালাবদল ৷

advertisement

রাজনৈতিক পালাবদল হতেই শুরু হল সিঙ্গুরে দিনবদলের ইতিহাস লেখা। গত দশ বছরে অনেক পথ পেরিয়ে এসেছে সিঙ্গুর। লড়াই-কষ্ট বা জমি ফিরে পাওয়ার সংশয় চেপে রেখে এগিয়ে গিয়েছেন অনিচ্ছুক কৃষকরা।

রাজ্যের দাবি মেনে নিয়ে ভিত আগেই গেঁথে দিয়েছিল সুপ্রিম কোর্ট। আগামী ১০ নভেম্বরের মধ্যে সিঙ্গুরের কৃষকদের সমস্ত জমি ফেরত দিতে চলেছে সরকার। কারখানার স্মৃতি মুছে ফের সিঙ্গুরে কৃষিকাজ এখন ঘোর বাস্তব।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দশ বছর বাদে গোপালনগর এলাকায় পা রেখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নিজের হাতে ২৩ জন কৃষককে জমি ফিরিয়ে দেন। এদিন নিজেই জমিতে নেমে সরষে বীজ ছড়ান মুখ্যমন্ত্রী। কৃষকদের হাতে তুলে দেন সরষে কিট। কথা বলেন তাঁদের সঙ্গে। সবমিলিয়ে, বৃহস্পতিবারের সিঙ্গুর ভেসে গেল বিজয়া সম্মিলনী আর হারিয়ে পাওয়ার আনন্দে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
জমি ফেরানোয় ইতিহাস সৃষ্টি করল সিঙ্গুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল