সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে ফাঁস হওয়া সেই প্রশ্নপত্রের ছবি ৷ অন্যান্য দিনের মত শুক্রবারও নিয়ম মেনে সময় মত শুরু হল পরীক্ষা ৷ আজ অর্থাৎ শুক্রবার ছিল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ৷ সেই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে যায় ইতিহাস পরীক্ষার প্রশ্ন ৷
আরও পড়ুন: হাওড়ার শহিদ জওয়ানের বাড়িতে ফোন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
advertisement
মুহূর্তের মধ্যে হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে সেই প্রশ্ন ৷ পরীক্ষা করে দেখা যায়, ইতিহাস প্রশ্নের সঙ্গে হবহু মিল রয়েছে হোয়াটসঅ্যাপের প্রশ্নপত্রের ৷
ইতিমধ্যেই এ বিষয়ে খোঁজখবর নিতে শুরু করেছে মধ্যশিক্ষা পর্ষদও৷ গতবছর স্কুলের ভিতর থেকে এই প্রশ্নপত্র ফাঁস নিয়ে চূড়ান্ত হট্টগোল হয় রাজ্যজুড়ে ৷ যা থেকে শিক্ষা নিয়ে এবার কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছিল পর্ষদ ৷ কিন্তু তা স্বত্ত্বেও পরীক্ষা শুরুর পর থেকেই বারবার প্রশ্ন ফাঁসের খবর প্রকাশ্যে আসছে ৷ যা নিয়ে রীতিমত নড়েচড়ে বসেছে কর্তৃপক্ষ ৷