দেবের ছবিতে গরু পাচার কাণ্ডে অভিযুক্ত এনামূলের টাকা বিনিয়োগ হয়ে থাকতে পারে বলে কটাক্ষ করেছিলেন হিরণ। ১৫ ফেব্রুয়ারি ২০২২ সালে গরু পাচার কাণ্ডের তদন্তে ইডির হাতে গ্রেফতার হওয়া এনামূলের দাবির ভিত্তিতে দেব ও তার প্রযোযক সংস্থার সহকারি প্রযোজককে তলব করে সিবিআই। সেই জিজ্ঞাসাবাদের পরে আর দেবকে তলব করেনি সিবিআই
advertisement
অন্যদিকে, সম্প্রতি একটি ছবি ঘিরে বিজেপির তারকা বিধায়ক হিরণের রাজনৈতিক অবস্থান নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। যদি হিরণের দাবি সেই ছবিটি বিকৃত করা হয়েছে। এদিন এই প্রসঙ্গে হিরণকে কটাক্ষ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন, তিনটি নয়, দু'টি যুদ্ধ বিমান ভেঙে পড়ে মধ্যপ্রদেশ ও রাজস্থানে! এক পাইলটের মৃত্য়ু
আরও পড়ুন, ত্রিপুরা রাখতে মরিয়া বিজেপি, প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রীও! রয়েছে সংখ্যালঘু মুখ
অভিষেক বলেন, "আমি হিরণের জায়গায় হলে, আমার ছবি বিকৃত হলে, আমি আগে আইনি সাহায্য নিতাম। আমি হিরণকে অনুরোধ করব এটা করার জন্য। আমরা কোনও অনৈতিক কাজ করিনা। আমাদের এবং বিজেপির মধ্যে একটা পার্থক্য রয়েছে। এক মিনিটে দাবি নস্যাৎ করে দিতে পারি। আমি ওর জায়গায় হলে হাইকোর্টে মানহানির মামলা করতাম। আর দ্বিতীয় আমি পুলিশে কাছে গিয়েও অভিযোগ করতাম। এগুলো তো আর করছে না।"