বাধা দিলে ওই নেতার মা চুমকি দাসকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। নিহত মহিলার ছেলে প্রান্ত দাস হিন্দু জাগরণ মঞ্চের আহ্বায়ক। অভিযোগ বাংলাদেশের মৌলবাদীরা ডাকাতির জন্য ওই ভাবে ঘরে ঢুকে ওই নৃশংস ঘটনা ঘটিয়েছে। ওই মহিলাকে মেরে ফেলে ঘরের মূল্যবান জিনিসপত্রও চুরি করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। নগদ টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ।
advertisement
আরও পড়ুন: ভয়াবহ দুর্ঘটনা! বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ, গাছে ধাক্কা মেরে টুকরো হল গাড়ি, মুহূর্তে মৃত ৬!
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে চুমকি রানি দাস তাঁর নিজের ঘরে একা ছিলেন। পরে তাঁর ছেলে প্রান্ত দাস ঘরে ঢুকে দেখেন, খাটের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে তাঁর মা। দেখে পাশের বাড়ির লোকজনকে ডাকতে থাকেন তিনি। প্রতিবেশীরা রানি দাসকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
এদিকে, বাংলাদেশকে চরম হুঁশিয়ারি, হিন্দু সাধুদের অধিকার রক্ষায় আসরে নামল মার্কিন যুক্তরাষ্ট্র৷ বৃহস্পতিবার এমনই জানিয়েছে আমেরিকা৷ মৌলিক মানবাধিকার নীতির সঙ্গে সঙ্গতি রেখে সমস্ত বন্দিদের জন্য ‘উপযুক্ত’ আইনি সহায়তা দেওয়া নিশ্চিত করতে হবে রাষ্ট্রকে৷ ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র এই কথা বলেছেন, মঙ্গলবার চট্টগ্রামের একটি আদালতে গ্রেফতার হওয়া হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনের শুনানি স্থগিত হয়ে যায়।
ISKON-র সন্ন্যাসীর শুনানি এক মাস পিছিয়ে গেছে কারণ তাঁর কোনও আইনি পরামর্শদত ছিল না শুনানির দিন৷ কারণ বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে কোনও আইনজীবীই তাঁর হয়ে দাঁড়াননি৷