TRENDING:

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ শুক্রবার, মেধাতালিকা প্রকাশিত হবে না

Last Updated:

এ বছর ১২ মার্চ থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লক্ষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ১৭ জুলাই শুক্রবার বিকেলে ৪টে-তে প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। ওই দিনই নিউজ 18 বাংলা-সহ বেশ কয়েকটি ওয়েবসাইটে ফল জানতে পারবে ছাত্রছাত্রীরা। মার্কশিট পাওয়া যাবে ৩১ জুলাই থেকে। তবে পরীক্ষা প্রক্রিয়া অসম্পূর্ণ থাকায় এই বছর কোনও মেধাতালিকা প্রকাশিত হবে না, এমনটাই জানালেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস।
advertisement

৩১ জুলাই থেকে মার্কশিট পাওয়ার পদ্ধতিটা কী? সংসদ সভাপতি জানালেন, এ বিষয়ে বিস্তারিত গাইডলাইন স্কুলগুলিকে দেওয়া হবে। যেহেতু উচ্চমাধ্যমিকের ছাত্রছাত্রীরা প্রাপ্তবয়স্ক তাই তারা চাইলেও স্কুলে আসতে পারে। তবে সংশ্লিষ্ট  স্কুলই পরিস্থিতি বুঝে ঠিক করবে কারা রেজাল্ট নিতে আসবে।

উচ্চ‌মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত ফলপ্রকাশ হয় বেস্ট অফ ফাইভের নিরিখে। মাতৃভাষা ও ইংরেজি ছাড়া মোট চারটি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের মধ্য়ে থেকে যে তিনটি বিষয়ে ছাত্রছাত্রী বেশি পেয়েছেন তাইই বেছে নেওয়া হয়। কিন্তু এবার লকডাউনের জেরে বাতিল হয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ভূগোলের মতো  জরুরি পরীক্ষা। তাই এ বছর কী পদ্ধতিতে নম্বর দেওয়া হবে তা নিয়ে প্রথম থেকেই জল্পনা ছিল। সংসদ সভাপতি জানাচ্ছেন ওই দিনই জানানো হবে এই বিষয়ে বিস্তারিত। এখনও পর্যন্ত যা স্থির হয়েছে, পরীক্ষা দিয়ে যে বিষয়ে বেশি নম্বর পেয়েছে ছাত্র বা ছাত্রী, সেটাই দিয়ে দেওয়া হবে যে পরীক্ষা ছাত্রছাত্রী দিতে পারেনি তাতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এ বছর ১২ মার্চ থেকে শুরু হয় উচ্চমাধ্যমিক পরীক্ষা। প্র্যাকটিকাল এবং থিয়োরি মিলে প্রশ্নপত্রের সংখ্যা ১২৪টি। কিন্তু করোনা আবহে ২৩ মার্চ লকডাউন ঘোষিত হওয়ায় প্রক্রিয়া অসম্পূর্ণই থেকে যায়।

বাংলা খবর/ খবর/কলকাতা/
উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ শুক্রবার, মেধাতালিকা প্রকাশিত হবে না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল