‘ভোট মানে শুধু ভোটের দিন নয় ৷ এত যে অভিযোগ উঠছে ৷ তার পরিপ্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে ?’ সেই নিয়ে নির্বাচন কমিশনের দিকে সরাসরি প্রশ্ন তুললেন হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নির্বাচন কমিশনের সঙ্গে ২৩ এপ্রিল পর্যন্ত ৩৪০টি অভিযোগের নথি চাইল হাইকোর্ট ৷
সোমবার সন্ধের মধ্যে কমিশনকে নথি পেশের নির্দেশ দিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ৷ নথি দেখে কাল সকাল সাড়ে দশটায় রায় দেবে ডিভিশন বেঞ্চ ৷
advertisement
অনলাইনে মনোনয়ন জমা দেওয়া নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে সিপিএম ৷ সেই মামলার শুনানিতেই চরম ভর্ৎসনার মুখে পড়ে নির্বাচন কমিশন ৷
ভাঙরের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে বাধা পেলে তারা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ আদালত সেই মনোনয়নকে স্বীকৃতিও দিয়েছে ৷ নির্বাচন কমিশনকে সেই মনোনয়নগুলি গ্রহণ করতে নির্দেশও দেয় আদালত ৷ হাইকোর্টের সেই নির্দেশ মেনেই বাম প্রার্থীরা অনলাইনে মনোনয়ন জমা দেন ৷ এদিন বামপ্রার্থীদের সেই তালিকাই নির্বাচন কমিশনের আইনজীবী আদালতের সামনে তুলে ধরেন ৷ আর এরপরেই বিচারপতি নির্বাচন কমিশনের আইনজীবীর উপর কার্যত ক্ষোভে ফেটে পড়েন ৷