TRENDING:

অভিনব ! একই ব্যক্তির দু-দুবার ফাঁসির নির্দেশ, দুই বারই মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অভিনব, অনন্য,  উল্লেখযোগ্য...যে-কোনও বিশেষণও কম মনে হবে। ঘটনা শুনলে চোখ কপালে ওঠার জোগাড়! একই ব্যক্তির দু-দুবার ফাঁসির নির্দেশ। আর পরপর দুই বারই মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট।
advertisement

সল্টলেকের আনিসুর রহমানের দ্বিতীয় মৃত্যুদণ্ড মঙ্গলবার খারিজ করল বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। পরিবর্তে ৩০ বছরের সশ্রম কারাদণ্ড ও লক্ষাধিক টাকার জরিমানা নির্দেশদেওয়া হয়। এখনই ৭৫ আনিসুরের। ৩০ বছর জেলবন্দী থেকে মুক্ত হয়ে বেরতে ৮৮ ছোঁবেন তিনি। কাজেই মৃত্যুদণ্ড রদ হয়।

আনিসুর রহমানের আইনজীবী ইন্দ্রজিত দে জানান, ২০০২ সালে মাদক মামলায় গ্রেফতার হয় আনিসুর। পাশাপাশি সাড়ে তিন কেজি হেরোইন রাখার আলাদা মামলা চলতে থাকে। প্রথম মাদক মামলায় ২০০৬ সালে নগর দায়রা আদালত তাঁকে ফাঁসির সাজা শোনায়। ২০১২ সালে সেই মৃত্যুদণ্ড রদ করে হাইকোর্ট। ২০১৫ সালে হেরোইন রাখায় মাদক আইনে 31A ধারায় মৃত্যুদণ্ড হয়। মৃত্যুর সাজা দেয় বারাসাত আদালত। বারাসত আদালতে মৃত্যুদণ্ডের সাজা এদিন রদ করে দেয় হাইকোর্ট।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুমে মানবিকতার উষ্ণ পরশ! ভবঘুরেদের জন্য ডানলপে খোল হল 'মানবতার দেওয়াল'
আরও দেখুন

এক ব্যক্তির দুবার মৃত্যুদণ্ডের সাজা এবং দুই বারই মৃত্যুদণ্ডের সাজা রদ হাইকোর্টে। এমন ঘটনা নজিরবিহীন বলেই বলছেন আইনজীবীরা।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
অভিনব ! একই ব্যক্তির দু-দুবার ফাঁসির নির্দেশ, দুই বারই মৃত্যুদণ্ড রদ করল হাইকোর্ট