ইতিমধ্যেই বিরোধীদের করা মামলায় পঞ্চায়েত ভোটের যাবতীয় প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গত চারদিন ধরে বন্ধ রয়েছে ভোট প্রক্রিয়া। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চে গিয়েছে তৃণমূল ও কমিশন। কমিশনের আজ সিঙ্গল বেঞ্চে ভোট প্রক্রিয়া নিয়ে রিপোর্ট জমা করার কথা। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ায় কমিশন আদৌও রিপোর্ট জমা দেবে কী না তা নিয়ে থাকছে সংশয়।
advertisement
স্থগিতাদেশের নির্দেশ ডিভিশন বেঞ্চে বাতিল হলে ভোট নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। কিন্তু স্থগিতাদেশের নির্দেশ বাতিল না হলে পয়লা মে প্রথম দফার ভোট হওয়া নিয়ে ধোঁয়াশা থাকছে। এছাড়াও সিঙ্গল বেঞ্চে সিপিআই ও ভাঙড়ের জমি রক্ষা কমিটির দু'টি পৃথক মামলা করেছে। সেগুলিরও শুনানি আজ। সব মিলিয়ে মামলা জটে পঞ্চায়েতের ভবিষ্যত।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 16, 2018 9:12 AM IST