TRENDING:

মামলার জটে রাজ্যের পঞ্চায়েত ভোট, আজ ফের শুনানি কলকাতা হাইকোর্টে

Last Updated:

মামলার জটে রাজ্যের পঞ্চায়েত ভোট। আজ ফের লড়াই কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের করা আবেদনের ভিত্তিতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মামলার জটে রাজ্যের পঞ্চায়েত ভোট। আজ ফের লড়াই কলকাতা হাইকোর্টে। রাজ্য নির্বাচন কমিশন ও তৃণমূল কংগ্রেসের করা আবেদনের ভিত্তিতে বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে শুনানি।
advertisement

ইতিমধ্যেই বিরোধীদের করা মামলায় পঞ্চায়েত ভোটের যাবতীয় প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। গত চারদিন ধরে বন্ধ রয়েছে ভোট প্রক্রিয়া। সেই মামলাতেই ডিভিশন বেঞ্চে গিয়েছে তৃণমূল ও কমিশন। কমিশনের আজ সিঙ্গল বেঞ্চে ভোট প্রক্রিয়া নিয়ে রিপোর্ট জমা করার কথা। ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হওয়ায় কমিশন আদৌও রিপোর্ট জমা দেবে কী না তা নিয়ে থাকছে সংশয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

স্থগিতাদেশের নির্দেশ ডিভিশন বেঞ্চে বাতিল হলে ভোট নিয়ে কোনও অনিশ্চয়তা থাকবে না। কিন্তু স্থগিতাদেশের নির্দেশ বাতিল না হলে পয়লা মে প্রথম দফার ভোট হওয়া নিয়ে ধোঁয়াশা থাকছে। এছাড়াও সিঙ্গল বেঞ্চে সিপিআই ও ভাঙড়ের জমি রক্ষা কমিটির দু'টি পৃথক মামলা করেছে। সেগুলিরও শুনানি আজ। সব মিলিয়ে মামলা জটে পঞ্চায়েতের ভবিষ্যত।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মামলার জটে রাজ্যের পঞ্চায়েত ভোট, আজ ফের শুনানি কলকাতা হাইকোর্টে