গত চার বছর ধরে মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে রয়েছেন সৈকত মৈত্র। গত বছর ওই পদেই তাঁর মেয়াদ বাড়ানো হয়। ২৯ শে জুলাই অপসারণ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে রাজ্য। তবে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, নতুন উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য যে বিজ্ঞপ্তি জারি করেছে, তা স্থগিত থাকবে। পাশাপাশি পুরনো উপাচার্যকে কেন অপসারিত করা হল, তাও আদালতে জানাতে হবে রাজ্যকে।
advertisement
আরও পড়ুন: CID-র ক্ষমতা নেই, সিবিআই চাই! বিধায়কদের লক্ষ-লক্ষ টাকা উদ্ধারে হাই কোর্টে জোর সওয়াল
আরও পড়ুন: ববির থেকে বাদ আবাসন-পরিবহণ! দায়িত্ব বাড়ল অরূপের, পার্থর দফতর বণ্টনে চমক
বুধবার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। ওই নিয়োগ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাজ্যের কাছে রিপোর্ট চাইলেন হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এর এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যাচ্ছে রাজ্য।