TRENDING:

SSC: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ, ফেরত দিতে হবে বেতন

Last Updated:

SSC: এ দিকে বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিবিআই-এর জেরার সামনে পড়েন পরেশ অধিকারী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: এসএসসি-তে স্কুল শিক্ষক নিযোগ মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল আদালত। আপাতত চাকরি থেকে বরখাস্ত করা হল পরেশ কন্যাকে। তাঁকে ৪৩ মসের বেতন ফেরত দেওযারও নির্দেশ দিয়েছে আদালত। বেতন ফেরত দিতে হবে আদালতের রেজিস্ট্রারের কাছে। ২ কিস্তিতে বেতন ফরত দেওয়ার নির্দেশ। আগামী ৭ জুনের মধ্য়ে প্রথম কিস্তি ফেরত দিতে হবে। অভিযোগ ছিল, পার্সোনালিটি টেস্টে না বসে, কম নম্বর পাওয়ার পরেও চাকরি পেয়েছিলেন মন্ত্রী কন্যা। মামলকারীর নম্বর ছিল তাঁর থেকে বেশি, তাও তিনি চাকরি পাননি। এই সত্য সামনে আসতেই শুরু হয় তোলপাড়।
ক্ষুব্ধ হাই কোর্ট যা জানাল...
ক্ষুব্ধ হাই কোর্ট যা জানাল...
advertisement

আরও পড়ুন : অলৌকিক ঘটনা! একই সন্তানের দু-দুবার জন্ম দিলেন মা! নিজেই জানালেন আশ্চর্য কাহিনী

এ দিকে বৃহস্পতিবারের পরে শুক্রবারও সিবিআই-এর জেরার সামনে পড়েন পরেশ অধিকারী। সকালেই তিনি নিজাম প্যালেসে চলে আসেন জিজ্ঞাসাবাদের জন্য। এর আগে বৃহস্পতিবার কোচবিহার থেকে স্পাইসজেটের বিমানে কলকাতায় পৌঁছন পরেশ অধিকারী। সেখান থেকে তিনি সাতটা নাগাদ সিবিআই দফতরে পৌঁছে যান, সেখানে তিন ঘণ্টা পাঁচ মিনিট জেরা চলে তাঁর। তার পর সেই নিজাম প্যালেস থেকে বেরিযে তিনি চলে যান বিধায়ক হস্টেলে। তার পরেই ফের তলব করা হয় তাঁকে।

advertisement

আরও পড়ুন : অবশেষে দেখা মিলল পরেশ অধিকারীর! দমদম থেকেই রওনা নিজাম প্যালেস-এর উদ্দেশ্যে

সেরা ভিডিও

আরও দেখুন
স্বাধীনতা আন্দোলনের গোপন ঘাঁটি ছিল এই কালীমন্দির! দেখে আসুন নিজের চোখেই
আরও দেখুন

সিবিআই সূত্রে খবর পাওয়া যায়, দেরি করে পৌঁছানোয় জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ করতে পারেনি সিবিআই। সেই কারণেই ফের তলব করা হয়। শুক্রবার সকাল ১০.৪০ মিনিটে নিজাম প্যালেসের সিবিআই দফতরে পৌঁছে যান। সেখানেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। তার মধ্যেই খবর আসে আদালত থেকে যে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে, যদিও এ নিয়ে মন্ত্রী কন্যার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
SSC: শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ, ফেরত দিতে হবে বেতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল