TRENDING:

ফের শহরে উড়ালপুল আতঙ্ক ! ডানলপ ব্রিজে ভেঙে পড়ল হাইটবার

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রক্ষণাবেক্ষণের অভাবে বিপজ্জনক অবস্থায় রয়েছে ডানলপ ব্রিজ ৷ ঝুঁকি নিয়ে যাতায়াত করছে সাধারণ মানুষ ৷ কিছুদিন আগেই সংবাদ শিরোনামে এসেছিল খবরটি ৷ সেই খবরের পর একমাস কাটতে না কাটতেই বিপত্তি ৷
advertisement

শুক্রবার গভীর রাতে আচমকাই ভেঙে পড়ে ডানলপ ব্রিজের হাইটবার ৷ বন্ধ করে দেওয়া হয় গাড়ি চলাচল ৷ সেই ঘটনার পর বেশ কয়েকঘণ্টা কেটে গেলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি ৷

প্রসঙ্গত, মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর সতর্কতা জারি হয়েছিল রাজ্যের বেশ কয়েকটি উড়ালপুলে ৷ সেই তালিকাতেই ছিল ডানলপ ব্রিজও ৷ ডানলপ উড়ালপুলে বড় গাড়ি আটকানোর জন্য হাইটবার লাগানো হয়েছিল ৷ কিন্তু কয়েকদিন আগে লাগানো হাইটবার কীভাবে ভেঙে পড়ল সেই নিয়ে প্রশ্ন উঠেছে ৷

advertisement

আরও পড়ুন: হঠাৎ শ্মশানে হইচই! ‘তেনারা’ নন, চলল VVPAT-র ডেমো

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শহরতলী থেকে ডানলপ ব্রিজ হয়ে একাধিক মালবাহী গাড়ি ঢোকে শহরে ৷ কিন্তু মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর কড়া সতর্কতা জারি হয় ডানলপ ব্রিজে ৷ বন্ধ করে দেওয়া হয়েছিল বড় গাড়ি চলাচল ৷ ব্রিজের স্বাস্থ পরীক্ষা করে পূর্ত দফতর জানিয়েছিল, ডানলপ সেতুর পিলারের উপরের গার্ডারগুলিকে য বিয়ারিংয়ের মারফত আটকে রাখা হয়েছে, সেগুলিতেও সমস্যা রয়েছে ৷ এবার হাইটবার ভেঙে যাওয়ার জেরে বড়গাড়ির পাশাপাশি ছোটগাড়িও ব্রিজ দিয়ে চলাচল সম্ভবত বন্ধ করে দেওয়া হবে ৷ যার জেরে ডানলপ সংলগ্ন এলাকায় যানজট বেড়ে সমস্যা আরও বাড়তে চলেছে বলে আশঙ্কা নিত্যযাত্রীদের ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
ফের শহরে উড়ালপুল আতঙ্ক ! ডানলপ ব্রিজে ভেঙে পড়ল হাইটবার