TRENDING:

রুদ্ধ শহর, দু'ঘণ্টার বৃষ্টিতে থেমে গেল গাড়ির চাকা! দক্ষিণ কলকাতায় বাড়ি? ক'টায় বাড়ি ফিরবেন আজ জানেন!

Last Updated:

Heavy Traffic Jam In Kolkata: সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা গড়াতেই নামে প্রবল বৃষ্টি। কয়েক ঘণ্টার এক নাগারে বৃষ্টিতেই নাজেহাল অবস্থা শহরবাসীর। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বহু এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সকাল থেকেই ছিল আকাশের মুখ ভার। বেলা গড়াতেই নামে প্রবল বৃষ্টি। কয়েক ঘণ্টার এক নাগারে বৃষ্টিতেই নাজেহাল অবস্থা শহরবাসীর। টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে কলকাতার বহু এলাকা। তার জেরে দুপুর গড়াতেই শুরু হয় তীব্র যানজট। সন্ধ্য়ায় অফিস টাইমে ভয়ঙ্কর রূপ নেয় শহরের যানজট।
News18
News18
advertisement

যানজট ছড়িয়ে পড়েছে পার্ক সার্কাসের সেভেন পয়েন্ট, গড়িয়াহাট, গোলপার্ক ও সেলিমপুর, খিদিরপুর, ধর্মতলা সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায়। যান চলাচল কার্যত স্তব্ধ। মা উড়ালপুলে কার্যত দাঁড়িয়ে রয়েছে যানবাহন। দক্ষিণমুখী বাইপাসেও যান চলাচল বিঘ্নিত হয়েছে।

এই পরিস্থিতির জেরে চরম বিপাকে পড়েছে স্কুল, কলেজফেরত পড়ুয়া ও নিত্যযাত্রীরা। পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট পর্যন্ত থাকা একাধিক স্কুলে ছুটি শুরু হতেই বাচ্চাদের নিয়ে স্কুলবাস বেরোলেও যানজটে আটকে পড়ে। সন্ধ্যা পেরিয়ে গেলেও অনেক পড়ুয়া বাড়ি ফিরতে পারেনি বলে অভিযোগ অভিভাবকদের।

advertisement

অফিসফেরত মানুষের দুর্ভোগও চরমে পৌঁছেছে। সেক্টর ফাইভ, নিউটাউন থেকে দক্ষিণ কলকাতায় ফেরা মানুষ পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড হয়ে বাড়ি ফিরতে গিয়ে দীর্ঘ যানজটে আটকে পড়েছেন। সায়েন্স সিটি থেকে বাইপাসের দক্ষিণমুখী রাস্তাতেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ East Bardhaman News: স্কুলে ঢুকে যখন তখন হামলা-উৎপাত! কালনায় আতঙ্কে বন্ধ স্কুল! কারণ জানলে অবাক হবেন আপনিও

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ সূত্রে জানা গিয়েছে, থিয়েটার রোড, আমির আলি অ্যাভিনিউ, সোহরাবর্দি অ্যাভিনিউ, ডন বস্কো আইল্যান্ড, পার্ক সার্কাস এলাকা জলমগ্ন। কোথাও হাঁটুর নিচে, কোথাও গোড়ালি ভেজা জল জমে রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, শনিবার পর্যন্ত শহরে ঝড়বৃষ্টির সতর্কতা থাকায় এই দুর্ভোগের ইতি তৎক্ষণাৎ হচ্ছে না বলেই আশঙ্কা।

বাংলা খবর/ খবর/কলকাতা/
রুদ্ধ শহর, দু'ঘণ্টার বৃষ্টিতে থেমে গেল গাড়ির চাকা! দক্ষিণ কলকাতায় বাড়ি? ক'টায় বাড়ি ফিরবেন আজ জানেন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল