East Bardhaman News: স্কুলে ঢুকে যখন তখন হামলা-উৎপাত! কালনায় আতঙ্কে বন্ধ স্কুল! কারণ জানলে অবাক হবেন আপনিও

Last Updated:
School closed due to Hornets in Baghanpara Kalna East Bardhaman: ভীমরুলের দাপটে অচল হয়ে গেল পুরো স্কুল! বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস একেবারেই হয়নি। সকালবেলা যারা খাতা-কলম হাতে স্কুলে পৌঁছেছিল, তাদের গেট থেকেই বাড়ি ফিরিয়ে দিলেন কর্তৃপক্ষ।
1/5
ভীমরুলের দাপটে অচল হয়ে গেল পুরো স্কুল! বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস একেবারেই হয়নি। সকালবেলা যারা খাতা-কলম হাতে স্কুলে পৌঁছেছিল, তাদের গেট থেকেই বাড়ি ফিরিয়ে দিলেন কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেই জানানো হয়েছিল যে আজ স্কুলে না আসাই ভালো, কিন্তু কে আর ভেবেছিল একঝাঁক ভীমরুল স্কুলের রুটিনে এমন গোলমাল বাধাবে! ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
ভীমরুলের দাপটে অচল হয়ে গেল পুরো স্কুল! বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কালনার বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস একেবারেই হয়নি। সকালবেলা যারা খাতা-কলম হাতে স্কুলে পৌঁছেছিল, তাদের গেট থেকেই বাড়ি ফিরিয়ে দিলেন কর্তৃপক্ষ। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগেই জানানো হয়েছিল যে আজ স্কুলে না আসাই ভালো, কিন্তু কে আর ভেবেছিল একঝাঁক ভীমরুল স্কুলের রুটিনে এমন গোলমাল বাধাবে!
ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
advertisement
2/5
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। স্কুল চত্বরের ভিতরের এক বকুলগাছে গিয়ে বাসা বাঁধে ভীমরুলের দল। প্রথমে তেমন বিরক্তি না হলেও বিপদ বাঁধে দিন দু’য়েক আগে। এক ছাত্র দুষ্টুমি করে চাকে ঢিল মারতেই মুহূর্তে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ভীমরুল। কে কাকে দংশন করছে বোঝার উপায় নেই! ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। স্কুল চত্বরের ভিতরের এক বকুলগাছে গিয়ে বাসা বাঁধে ভীমরুলের দল। প্রথমে তেমন বিরক্তি না হলেও বিপদ বাঁধে দিন দু’য়েক আগে। এক ছাত্র দুষ্টুমি করে চাকে ঢিল মারতেই মুহূর্তে ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে ভীমরুল। কে কাকে দংশন করছে বোঝার উপায় নেই!
ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
advertisement
3/5
ভাগ্যের দোষে ভীমরুলের হুলের শিকার হন এক শিক্ষক এবং কয়েকজন পড়ুয়া। ব্যথায় হাহাকার উঠতেই বোঝা যায় আর দেরি করলে চলবে না। ঠিক হয় যে চাক সরাতে হবে, এমনকি পোড়াতেই হবে। তবে গতকাল যে চাক সরানোর কথা ছিল, সেটা আর করা যায়নি।ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
ভাগ্যের দোষে ভীমরুলের হুলের শিকার হন এক শিক্ষক এবং কয়েকজন পড়ুয়া। ব্যথায় হাহাকার উঠতেই বোঝা যায় আর দেরি করলে চলবে না। ঠিক হয় যে চাক সরাতে হবে, এমনকি পোড়াতেই হবে। তবে গতকাল যে চাক সরানোর কথা ছিল, সেটা আর করা যায়নি।ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
advertisement
4/5
ফলত আজ সকাল থেকেই পুরো স্কুলের পরিবেশ একেবারে টেনশনে ভরা। ক্লাস শুরু করার মতো সাহস কারও হয়নি। চারিদিকে ভীমরুলের ভনভনানি, আর মাথার উপর ঝুলছে ভয়ঙ্কর চাক! অবস্থা বেগতিক বুঝে আজকের মতো পঠনপাঠন বন্ধ রাখতেই বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। ছাত্রদের বাড়ি পাঠিয়ে স্কুল প্রাঙ্গণকে কার্যত ভীমরুলদের হাতে সঁপে দেওয়া হল! তবে সবটাই পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই। ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
ফলত আজ সকাল থেকেই পুরো স্কুলের পরিবেশ একেবারে টেনশনে ভরা। ক্লাস শুরু করার মতো সাহস কারও হয়নি। চারিদিকে ভীমরুলের ভনভনানি, আর মাথার উপর ঝুলছে ভয়ঙ্কর চাক! অবস্থা বেগতিক বুঝে আজকের মতো পঠনপাঠন বন্ধ রাখতেই বাধ্য হয়েছেন কর্তৃপক্ষ। ছাত্রদের বাড়ি পাঠিয়ে স্কুল প্রাঙ্গণকে কার্যত ভীমরুলদের হাতে সঁপে দেওয়া হল! তবে সবটাই পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবেই। ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
advertisement
5/5
এদিকে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ প্রামাণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর ফোন একেবারেই সুইচ অফ। তাই তাঁর কোনও মন্তব্যও পাওয়া যায়নি। তবে স্কুল সূত্রে খবর, আজকের মধ্যেই ওই চাক পোড়ানো হবে। দেখা যাক, কাল থেকে ভীমরুলের দাপট মিটে আবার বই-খাতার শব্দে ভরে ওঠে কিনা বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম। ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
এদিকে স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ প্রামাণিকের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও তাঁর ফোন একেবারেই সুইচ অফ। তাই তাঁর কোনও মন্তব্যও পাওয়া যায়নি। তবে স্কুল সূত্রে খবর, আজকের মধ্যেই ওই চাক পোড়ানো হবে। দেখা যাক, কাল থেকে ভীমরুলের দাপট মিটে আবার বই-খাতার শব্দে ভরে ওঠে কিনা বাঘনাপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্লাসরুম।
ছবি ও তথ্য বনোয়ারীলাল চৌধুরী
advertisement
advertisement
advertisement