শুক্রবার সারাদিন লাগাতার বৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে। শনিবার ভোর রাত থেকেই কলকাতার পথঘাট জলমগ্ন। নবান্ন থেকে পাম্প করে জল বের করার নির্দেশ দেওয়া হলেও কার্যত জলযন্ত্রণার ছবিই স্পষ্ট শহর জুড়ে। ইতিমধ্যে নজরে এল কলকাতা বিমানবন্দরের জলমগ্ন রানওয়ের ভিডিও।
ভিডিওতে দেখা যায়, সারি দিয়ে দাঁড়িয়ে একের পর এক বিমান। সেগুলির পাশ দিয়ে ঢেউ খেলছে বৃষ্টির জলে। যদিও ফ্লাইট সব সময় মতোই উড়েছে। কোনওটিতে দেরি হয়নি বলেই সূত্রের খবর। জলমগ্ন বিমানবন্দরে দুর্ভোগ পোহাতে হয়েছে যাত্রীদের। বিমানবন্দরে যাওয়ার রাস্তায় বিপুল যানজট। বিমানবন্দর সূত্রে যাত্রীদের অনুরোধ করা হয়েছে হাতে সময় নিয়ে বেরোনোর।
advertisement
শহর জুড়ে জলমগ্ন পরিস্থিতির পাশাপাশি যানজট নিয়েও সমস্যায় পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের। এই অবস্থায় জেলায় জেলায় কন্ট্রোল রুম চালু করার নির্দেশ এসেছে। মহকুমা স্তরেও কন্ট্রোল রুম চালু করতে বলেছে নবান্ন। বিপর্যয় মোকাবিলা দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে নবান্ন সূত্রে। ত্রান সামগ্রী এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত রাখতে হবে, জেলাশাসকদের নির্দেশ মুখ্য সচিবের।