আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পরে কলকাতায় ৷ সঙ্গে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া ৷ ইতিমধ্যেই শহরের কোনও কোনও এলাকায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বলে খবর ৷
তেতে ওঠা গরমের বুকে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর ৷ কলকাতা-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা জারি করা হল রাজ্যের সাত জেলায় ৷ হাওয়া অফিস সূত্রে খবর, পাঁচটার মধ্যে ৪০ কিলোমিটার বেগে ঝড় আসতে চলেছে উত্তর ২৪ পরগণা, নদিয়া, পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে ৷ সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও ৷ আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের বেশিরভাগ জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা ৷
advertisement
আরও পড়ুন: বিকেল ৫টার মধ্যে শুরু হবে ঝড়-বৃষ্টি, জারি হল সতর্কতা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 22, 2018 4:32 PM IST