কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ার পাশাপাশি সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি হয়েছে ৷ দিঘা, মন্দারমনি, তাজপুর, তালসারি, উদয়পুর সমুদ্রসৈকতে কড়া সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ২৪ ঘন্টা পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে।
অন্যদিকে, ২২ জুলাই পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷
advertisement
আজ সন্ধে বা রাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলী এবং ঝাড়গ্রামে ৷ মাঝারী থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান ও পুরুলিয়াতে। ২২শে জুলাই অবধি মাঝারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। অন্যজেলাতেও হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে, বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি কমলেই অস্বস্তি আবারও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর ৷