TRENDING:

সাবধান! কলকাতায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, দিঘা-মন্দারমনিতে সতর্কবার্তা পর্যটকদের

Last Updated:

বঙ্গোপসাগরে আরও গভীর হচ্ছে নিম্নচাপ ৷ সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ ৷ ওড়িশার বালাসোরে নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বঙ্গোপসাগরে আরও গভীর হচ্ছে নিম্নচাপ ৷ সমুদ্র থেকে ক্রমশ স্থলভাগের দিকে এগোচ্ছে নিম্নচাপ ৷ ওড়িশার বালাসোরে নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়ছে ৷ দিঘা ও ওডিশার মাঝামাঝি এলাকা দিয়ে শনিবার সন্ধেতে রাজ্যে ঢুকবে গভীর নিম্নচাপ। যার জেরে আজ সন্ধে বা রাতে কলকাতায় বিক্ষিপ্ত থেকে ভারীবৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে ৷
advertisement

কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হওয়ার পাশাপাশি সমুদ্রে জলোচ্ছ্বাসের পূর্বাভাস জারি হয়েছে ৷ দিঘা, মন্দারমনি, তাজপুর, তালসারি, উদয়পুর সমুদ্রসৈকতে কড়া সতর্কতা জারি হয়েছে ৷ আগামী ২৪ ঘন্টা পর্যটকদের সমুদ্রে নামার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে  ৷ ৬৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূলে।

অন্যদিকে, ২২ জুলাই পর্যন্ত মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপরও জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ সন্ধে বা রাতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া,  হুগলী এবং ঝাড়গ্রামে ৷ মাঝারী থেকে ভারী বৃষ্টি হবে কলকাতা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান ও পুরুলিয়াতে।  ২২শে জুলাই অবধি মাঝারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরে। অন্যজেলাতেও হালকা থেকে মাঝারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস ৷ তবে,  বাতাসে জলীয় বাষ্প থাকায় বৃষ্টি কমলেই অস্বস্তি আবারও বাড়বে বলে জানাচ্ছে আলিপুর ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সাবধান! কলকাতায় ধেয়ে আসছে ভারী বৃষ্টি, দিঘা-মন্দারমনিতে সতর্কবার্তা পর্যটকদের