সাতদিন ধরে যা সম্ভব হচ্ছিল না, সেটাই করে দেখাল ঘণ্টার দুয়েকের বৈঠক। অভাব-অভিযোগ, মান-অভিযানের পালা পেরিয়ে সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।
চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে গত ১০ জুন এনআরএসের জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়। গুরুতর আহত হয়ে ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। আন্দোলনকারী ডাক্তাররা দাবি করেছিলেন, পরিবহের অবস্থা এমনই গুরুতর যে তিনি আর কখনও সার্জেন হতে পারবেন না। সেই দাবি খারিজ করে দিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।
advertisement
গত ১০ চিকিৎসক নিগ্রহের পর থেকেই শুরু হয়েছিল কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাটাই থমকে গিয়েছিল। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করতে বারবার বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর আহ্বানে রবিবার শেষমেষ সুর নরম করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেইমতোই সোমবার বৈঠক হয় নবান্নে।