TRENDING:

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাটল অচলাবস্থা, আজ থেকে সচল স্বাস্থ্যক্ষেত্র

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অচলাবস্থা কাটল। আজ থেকে সচল স্বাস্থ্যক্ষেত্র।  আটদিনের মাথায় উঠল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের ঘণ্টা দুয়েকের বৈঠক হয়। চিকিৎসকদের নিরাপত্তায় একাধিক নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। হাসপাতালগুলির পরিকাঠামো উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়িত করার নির্দেশও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement

সাতদিন ধরে যা সম্ভব হচ্ছিল না, সেটাই করে দেখাল ঘণ্টার দুয়েকের বৈঠক। অভাব-অভিযোগ, মান-অভিযানের পালা পেরিয়ে সোমবার বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জুনিয়র ডাক্তাররা।

চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে গত ১০ জুন এনআরএসের জুনিয়র ডাক্তারদের মারধর করা হয়। গুরুতর আহত হয়ে ইন্সটিটিউট অফ নিউরো সায়েন্সে ভর্তি হন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। আন্দোলনকারী ডাক্তাররা দাবি করেছিলেন, পরিবহের অবস্থা এমনই গুরুতর যে তিনি আর কখনও সার্জেন হতে পারবেন না। সেই দাবি খারিজ করে দিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গত ১০ চিকিৎসক নিগ্রহের পর থেকেই শুরু হয়েছিল কর্মবিরতি। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থাটাই থমকে গিয়েছিল। আলোচনার মাধ্যমে সমাধানসূত্র বের করতে বারবার বার্তা দিয়েছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রীর আহ্বানে রবিবার শেষমেষ সুর নরম করেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা। সেইমতোই সোমবার বৈঠক হয় নবান্নে।

বাংলা খবর/ খবর/কলকাতা/
মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর কাটল অচলাবস্থা, আজ থেকে সচল স্বাস্থ্যক্ষেত্র