পঞ্জিকা মতে আগামী ১১ অক্টোবর বিজয়া দশমী ৷ নিয়ম মতো বনেদি বাড়ি সহ কলকাতার বেশিরভাগ মণ্ডপের প্রতিমা ওই দিন নিরঞ্জন করা হয় ৷ কিন্তু ১২ তারিখই মহরম হওয়ায় কলকাতা পুলিশ শৃঙ্খলা রক্ষায় নির্দেশিকা জারি করে যে, দশমীর দিন বিকেল চারটের পর আর প্রতিমা বিসর্জন দেওয়া যাবে না ৷ এই নির্দেশিকার পরই শুরু হয় বিতর্ক ৷
advertisement
বিজয়া দশমীর দিন সূর্যাস্তের পরই প্রতিমা বিসর্জন দেওয়াই বেশ কিছু বনেদী বাড়ির প্রথা ৷ পুলিশের নির্দেশিকা মানতে গেলে ভেঙে যাবে সাবেকী নিয়ম ৷ যা মানতে নারাজ কলকাতার অনেক বনেদী বাড়ি ৷ এই নিয়ে আদালতের দ্বারস্থ হন উত্তর কলকাতার রূপ চাঁদ রায় স্ট্রিটের বাসিন্দা ধর পরিবার ও বিডন স্ট্রিটের দত্ত পরিবার ৷
advertisement
কলকাতায় পারিবারিক ও আবাসন মিলে দেড় হাজার পুজো রয়েছে। বিসর্জনে এমন নির্দেশিকা জারি করায় হাইকোর্টের সমালোচনার মুখেও পড়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 10, 2016 3:05 PM IST